‘এফথ্রিডিবি’ নামে পরিচিত এই প্রিন্টারের একটি কোমল রোবটিক বাহু রয়েছে, যা জ্যান্ত কোষওয়ালা বিভিন্ন জৈব উপাদান ও ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ অঙ্গ বা টিস্যুতে জুড়ে দিতে পারে।
ভূপৃষ্ঠের ৫৯৫ কিলোমিটার ওপরের বিন্দুতে থাকা মহাকাশযানটি বিজ্ঞানীদের কাছে ‘অমূল্য’ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এর মাধ্যমে সংগৃহীত তথ্যের উল্লেখ রয়েছে তিনশ ৭৯টি গবেষণাপত্রে।