২০২১ সালের ১৬ অক্টোবর উৎক্ষেপণ করা এ মিশনটির উদ্দেশ্য হচ্ছে বৃহস্পতির বিভিন্ন ট্রোজান গ্রহাণুর জরিপ করা।
Published : 22 Apr 2025, 04:15 PM
গ্রহাণুর মুখোমুখি হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র মহাকাশযান লুসি।
নাসা বলেছে, রোববার প্রধান গ্রহাণু বেল্টের এক ছোট আকারের গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ করেছে তাদের পাঠানো মহাকাশযান লুসি।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১টা ৫১ মিনিটে ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ৯৬০ কিলোমিটারের মধ্যে গ্রহাণুটির সবচেয়ে কাছে পৌঁছায় মহাকাশযানটি।
এ বিষয়ে নাসার অপারেশন টিম বলেছে, সংঘর্ষের পর পৃথিবীতে ফোন করে নিজের খবর দিয়েছে লুসি এবং প্রাথমিক তথ্য থেকে ইঙ্গিত মিলেছে, মহাকাশযানটি সুস্থই আছে।
মহাকাশযানটিকে সংঘর্ষের সময় সংগৃহীত ডেটা পৃথিবীতে ফেরত পাঠানো শুরু করার নির্দেশ দিয়েছে নাসার গবেষণা দলটি। এ প্রক্রিয়ায় এক সপ্তাহ সময় লাগবে বলে প্রতিবেদনে লিখেছে চায়না ডেইলি।
নাসা বলেছে, গ্রহাণুটিকে আরও ভালভাবে বুঝতে এবং মিশনের প্রধান টার্গেট বৃহস্পতির বিভিন্ন ট্রোজান গ্রহাণু পর্যবেক্ষণের জন্য প্রস্তুতি নিতে ডেটা বিশ্লেষণ করবে লুসি, যার কাজ শুরু ২০২৭ সালে।
২০২১ সালের ১৬ অক্টোবর উৎক্ষেপণ করা এ মিশনটির উদ্দেশ্য হচ্ছে বৃহস্পতির বিভিন্ন ট্রোজান গ্রহাণুর জরিপ করা, যা সূর্যের চারপাশ প্রদক্ষিণকারী ছোট আকারের বস্তুর অভূতপূর্ব এক মিছিল।
এ মিশনটির লুসি নাম রাখা হয়েছে ১৯৭৪ সালে ইথিওপিয়ায় পাওয়া মানুষের প্রাক পূর্বপুরুষের জীবাশ্মের কঙ্কালের নামানুসারে। ওই সময় কঙ্কালটির নাম ‘লুসি’ রেখেছিলেন এর আবিষ্কারক জীবাশ্মবিদদের দলটি।
নাসা বলেছে, লুসির জীবাশ্ম যেমন মানব বিবর্তনের ক্ষেত্রে এক অনন্য ধারণা দিয়েছিল, তেমনি এ লুসি নামের মিশনেরও লক্ষ্য গ্রহের উৎস সম্পর্কে মানুষের জ্ঞানের পরিসীমাকে বাড়ানো।