Published : 28 Apr 2025, 09:53 PM
শেনজেন এলাকাভুক্ত ২৬টি দেশের মধ্যে অপরাধী ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য শেয়ার করার ডেটাবেস ‘শেনজেন ইনফরমেশন সিস্টেম টু’ (এসআইএস টু)-এর জটিলতা নিরসনের তাগিদ দিয়েছে ইউরোপে বাংলাদেশিদের সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ (আয়েবা)।
এ উপলক্ষ্যে রোববার বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা।
সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু জানান, শেনজেন ইনফরমেশন সিস্টেম টু জটিলতায় ইউরোপজুড়ে বিপাকে রয়েছেন লক্ষাধিক প্রবাসী। শুধু এ সমস্যার কারণে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনে নিয়মিত হতে পারছেন না কয়েক হাজার বাংলাদেশি।
চলমান এ সংকট নিরসনের তাদের নানা উদ্যোগের কথা জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, “ইতোমধ্যে ইউরোপের একাধিক দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আশ্বস্ত করেছেন, শিগগিরই আয়েবার প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন।”
তিনি জানান, আলোচনা ফলপ্রসূ হলে যারা কোনো দণ্ডপ্রাপ্ত নন বা গুরুতর অপরাধে জড়িত নন, তাদের পুরনো আঙুলের ছাপ বা তথ্যগত জটিলতার কারণে বৈধতার সুযোগ বঞ্চিত হওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হতে পারে। এর আগেও ২০১৭ সালে আয়েবার কূটনৈতিক প্রচেষ্টায় পর্তুগালে প্রায় ৩ হাজার ৭০০ অনিয়মিত বাংলাদেশিকে বৈধতা দেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আয়েবার সহ-সভাপতি ফকরুল আলম সেলিম, মাজহারুল ইসলাম মিন্টু, সুব্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু ও এমদাদুল হক স্বপন।
এসময় সংগঠনের নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার প্রশ্নে ইউরোপের দেশগুলো ‘মানবিক সিদ্ধান্ত’ নেবে বলে আশা প্রকাশ করেন তারা।