এ আয়োজন করতে যাচ্ছে প্রবাসীদের নতুন সংগঠন ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’।
Published : 27 Apr 2025, 10:45 PM
প্রবাসী বাঙালি মুসলমানদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘ইসলামিক কনভেনশন’।
প্রবাসীদের নতুন সংগঠন ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ আগামী ২৮ ও ২৯ জুন দুদিনব্যাপী আলবেনিতে এ আয়োজন করতে যাচ্ছে।
শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে কনভেনশনের বিস্তারিত তুলে ধরেন তারা।
এসময় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারি।
তিনি জানান, কনভেনশনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলামি চিন্তাবিদরা ইসলাম, সমাজ ও সংস্কৃতি বিষয়ে গবেষণামূলক বক্তব্য দেবেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় আড়াই হাজার মুসলমানের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।
আল-আজহারি বলেন, “যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে সম্মেলনে সভা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথম প্রজন্মের মুসলমানরা যাতে সন্তানের সঙ্গে ধর্মীয় সম্পর্ক অটুট রাখতে পারেন, এবং বৈরী পরিবেশে সন্তানের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে রাখতে সক্ষম হন—এই বিষয়গুলো আলোচনা করা হবে।”
তিনি আরও বলেন, “ইসলামের সুফি-সুন্নি মতাদর্শ মূলত প্রেম ও মানবতার মাধ্যমে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। আমাদের সব কর্মকাণ্ডের মূল লক্ষ্য আল্লাহ ও তার রাসুল।”
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কনভেনশনের অন্যতম পৃষ্ঠপোষক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
তিনি জানান, আসন্ন কনভেনশনে অতিথি বক্তার তালিকায় আছেন- ক্যালিফোর্নিয়ার জয়তুনা কলেজের কো-ফাউন্ডার ইমাম জাঈদ শাকির, লেবাননের ইসলামি চিন্তাবিদ শেখ নূর মোহাম্মদ কাব্বানী, নিউ ইয়র্কে মসজিদ আন নূরের ইমাম গোলাম রসুল, কানাডার ইসলামি চিন্তাবিদ শেখ আলী আল সাঈদ এবং সিরিয়ান-আমেরিকান চিন্তাবিদ মোহাম্মদ বিন আহিয়া আল-নিনোই।