“এনক্রিপশন বিতর্কের অন্তহীন কাহিনীতে সত্যিকার অর্থেই এক বিশাল লড়াই শুরু করেছে যুক্তরাজ্য সরকার।”
Published : 09 Feb 2025, 06:08 PM
অ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ক্লাউড পরিষেবাতে প্রবেশের জন্য কোম্পানিটির কাছে একটি ব্যাকডোর বা গোপন কৌশল তৈরির দাবি জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
যুক্তরাজ্য সরকারের এমন দাবি অ্যাপল ব্যবহারকারীর প্রাইভেসি রক্ষার বিষয়ে মার্কিন প্রযুক্তি কোম্পানিটির জোরালো অবস্থানকে চ্যালেঞ্জ করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।
শুক্রবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, ‘ইনভেস্টিগেটরি পাওয়ার অ্যাক্ট’ বা আইপিএ-এর অধীনে এক ‘প্রযুক্তিগত সক্ষমতা নোটিশ’ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে যে কোনো প্রমাণ সরবরাহে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা দিতে হবে বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে।
গত মাসে জারি করা যুক্তরাজের এ দাবি অ্যাপলের ‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ বা এডিপি পরিষেবার সঙ্গে সাংঘর্ষিক। কারণ, এর মাধ্যমে বিভিন্ন ক্লাউড সার্ভারে ব্যবহারকারীদের আপলোড করা ব্যক্তিগত ডেটা সংরক্ষণ ও তা এনক্রিপ্টটেড করে অ্যাপল।
ওয়াশিংটন পোস্ট লিখেছে, গোটা বিশ্বে যে কোনও অ্যাপল ব্যবহারকারীর জন্যই কোম্পানিটির এ পরিষেবা প্রযোজ্য। এডিপি পরিষেবাটি ‘এন্ড-টু-এন্ড’ এনক্রিপশন ব্যবহার করে। এটি এমন এক নিরাপত্তা ব্যবস্থা, যেখানে কেবল অ্যাকাউন্টধারীই তাদের বিভিন্ন ফাইল ডিক্রিপ্ট করতে পারেন, অন্য কেউ তা করতে পারে না এমনকি অ্যাপলও নয়।
এ নিয়মের বিষয়ে মন্তব্যের জন্য গার্ডিয়ানের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল।
তবে গত বছর পার্লামেন্টে জমা দেওয়া এক বিবৃতিতে মার্কিন টেক জায়ান্টটি আইপিএ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেছিল, “গোপন সরকারি আদেশের মাধ্যমে সরবরাহকারীদের তাদের সফটওয়্যারের বিভিন্ন পণ্যের এনক্রিপশন ভাঙতে বাধ্য করার ক্ষমতা দিয়েছে” সরকারের এই আইন।
অ্যাপলের জমা দেওয়া এ নথিতে আরও ইঙ্গিত মিলেছে, যুক্তরাজ্য সরকারের এ ধরনের অনুরোধে কোনও সহযোগিতা করবে না অ্যাপল। কোম্পানিটি বলেছে, “কখনও গোপন কৌশল তৈরি করবে না” তারা। এর বদলে যুক্তরাজ্যের বাজার থেকে নিজেদের “গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার” সরিয়ে নেবে অ্যাপল।
‘সারে ইউনিভার্সিটি’র সাইবার নিরাপত্তা বিভাগের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেছেন, “এনক্রিপশন বিতর্কের অন্তহীন কাহিনীতে সত্যিকার অর্থেই এক বিশাল লড়াই শুরু করেছে যুক্তরাজ্য সরকার, যা রাগ বা উত্তেজনার মতো তীব্র প্রতিক্রিয়ার তৈরি করবে।
“আমি বুঝতে পারছি না, কিভাবে এর সমাধান হবে। কারণ, ব্যবহারকারীদের জন্য এরইমধ্যে নিরাপত্তার এক বড় ক্ষেত্র তৈরি করেছে অ্যাপল। তারা এই প্রযুক্তিগত নোটিশ মেনে নিলে তাদের খ্যাতি ক্ষুণ্ন হবে। তাই যুক্তরাজ্য সরকারের এই নিয়মকে চ্যালেঞ্জ করতে বাধ্য কোম্পানিটি।”