স্প্যানিশ সুপার কাপ
অক্টোবরের ক্লাসিকোয় হারের বদলা সুপার কাপের ফাইনালে নিতে মুখিয়ে আছে রেয়াল মাদ্রিদ।
Published : 11 Jan 2025, 10:32 PM
মৌসুমের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে রেয়াল মাদ্রিদের বড় হারের পর কেটে গেছে আড়াই মাস। আবারও যখন মুখোমুখি স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, বারবার ঘুরে-ফিরে আসছে সেই ম্যাচের প্রসঙ্গ। ফেদে ভালভের্দে বললেন, বিব্রতকর ওই হারের পর রাতে তারা ঠিকমতো ঘুমাতে পারেননি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাই যেকোনো মূল্যে প্রতিশোধ নিতে চান তারা।
সৌদি আরবের জেদ্দায় রোববার প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
গত অক্টোবরে ঘরের মাঠে লা লিগার ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রেয়াল। সবগুলো গোলই হয়েছিল দ্বিতীয়ার্ধে।
মাঝের এই সময়ে পরিস্থিতি বদলে গেছে অনেক। মৌসুমে দারুণ শুরুর পর ছন্দ হারানো বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের সবশেষ ১১ ম্যাচের চারটিতে হেরেছে, ড্র করেছে দুটি। রেয়াল জিতেছে তাদের সবশেষ পাঁচ ম্যাচের সবকটিতে। লা লিগার টেবিলেও তারা উঠে গেছে শীর্ষে।
সুপার কাপের ক্লাসিকো ফাইনালের আগে দলের ড্রেসিংরুমে সবার চাওয়ার কথা জানিয়ে দিলেন উরুগুয়ের তারকা ভালভের্দে।
“৪-০ গোলে হারের পর প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে আমাদের। সেদিন ঘুমানো কঠিন ছিল, কারণ আমরা ওভাবে হারার কথা ভাবিনি। প্রথমার্ধে আমাদের গোল করার সুযোগ ছিল, দ্বিতীয়ার্ধে তারা আরও ভালো খেলেছে এবং আমরা ভালো কিছু করতে পারিনি। ওই হার আমাদের এগিয়ে যাওয়ার এবং আজকের দলে পরিণত হওয়ার শক্তি জুগিয়েছে।”
এক মাসের কম সময়ের মধ্যে রেয়ালের দ্বিতীয় ফাইনাল এটি। গত মাসে মেক্সিকোর দল পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে নেয় কার্লো আনচেলত্তির দল।
২৬ বছর বয়সী ভালভের্দে বললেন, এবার সুপার কাপের শিরোপা ধরে রেখে মৌসুমের বাকি অংশের জন্য আত্মবিশ্বাস বাড়াতে চান তারা।
“আগামীকাল (রোববার) আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ফাইনাল। এটি বছরের প্রথম শিরোপা। মৌসুমে কঠিন কয়েক মাসের পর আমরা এখন খুব ভালো করছি এবং আগামীকাল (রোববার) আমাদের আত্মবিশ্বাস অর্জনের ভালো সুযোগ আছে।”
“ট্রফিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বাকি মৌসুমের জন্য আত্মবিশ্বাস জোগাবে। এখন মৌসুমের সবচেয়ে কঠিন অংশটি আসছে। প্রতিবারই যখন আমরা এই শিরোপা জিতেছি, আমাদের তা উজ্জীবিত করেছে।”
গত বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রেয়াল। পরে তারা ঘরে তুলেছিল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
আরও পড়ুন
অফসাইড নিয়ে এমবাপেকে উপদেশ দেওয়ার ‘প্রয়োজন নেই’
রেয়ালের বিপক্ষে ফাইনালের আগে দলকে যে বার্তা দিলেন লেভানদোভস্কি
প্রথম ক্লাসিকোর হার থেকে শিক্ষা নিয়ে ফাইনালের জন্য প্রস্তুত রেয়াল