স্প্যানিশ সুপার কাপ
ভালো কাজের পুনরাবৃত্তির পাশাপাশি ভুলগুলো এড়াতে হবে বলে মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
Published : 11 Jan 2025, 07:20 PM
আবারও যখন মুখোমুখি বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ, তখন ঘুরে-ফিরে আসছে মৌসুমের প্রথম ক্লাসিকোর প্রসঙ্গ। নিজেদের আঙিনায় দুঃস্বপ্নের এক রাত কাটিয়েছিল মাদ্রিদের দলটি। সেই বড় পরাজয় এখনও পোড়ায় তাদের। কোচ কার্লো আনচেলত্তি বললেন, সেখান থেকে শিক্ষা নিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের জন্য প্রস্তুত তারা।
সৌদি আরবের জেদ্দায় রোববার স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
গত অক্টোবরে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল রেয়াল। সেই ধাক্কা সামলে পারফরম্যান্সের উন্নতি হয়েছে তাদের। লিগ টেবিলে উঠে এসেছে শীর্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে সবশেষ টানা পাঁচ ম্যাচ।
অন্যদিকে, লা লিগায় এবার প্রথম ১২ ম্যাচের ১১টিতেই জেতা বার্সেলোনা পরের সাত রাউন্ডে জিততে পেরেছে মাত্র একটিতে, চারটিতে হেরেছে ও দুটি ড্র করেছে।
প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার ‘হাই-লাইন’ ডিফেন্সের বিপক্ষে মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছিল রেয়ালকে। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে একাই অফসাইডের ফাঁদে পড়েছিলেন আটবার। দ্বিতীয়ার্ধে চার গোল করেছিল সফরকারীরা।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, ওই হার থেকে শিক্ষা নিয়েছেন তারা।
“প্রথম ম্যাচে (ক্লাসিকোয়) কী হয়েছিল, তা ভাবতে হবে আমাদের। কারণ, তারা আমাদের হারিয়েছে। আমরা সবকিছুর মূল্যায়ন করেছি। আমাদের ভালো কাজের পুনরাবৃত্তি করতে হবে এবং ভুলগুলো এড়াতে হবে। ক্লাসিকো সবসময়ই ক্লাসিকো, তবে ফাইনাল কিছুটা বেশি চাপ সৃষ্টি করে।”
সুপার কাপের গুরুত্বের কথাও তুলে ধরলেন আনচেলত্তি। পরিসংখ্যানে তাকালে দেখা যায়, সুপার কাপ জিতলে মৌসুম ভালো কাটে রেয়ালের। সবশেষ যে দুবার তারা সুপার কাপ জিতেছে, একই মৌসুমে তারা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগও।
“যখন আমরা এটি জিততে পারিনি, তখন মৌসুম ভালো কাটেনি। এটি এমন একটি প্রতিযোগিতা, যা অনেক বেশি অনুপ্রেরণা জোগায়।”
চার দলের গত আসরের ফাইনালে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রেয়াল।
আরও পড়ুন
অফসাইড নিয়ে এমবাপেকে উপদেশ দেওয়ার ‘প্রয়োজন নেই’
বার্সেলোনার বিপক্ষে রেয়াল মাদ্রিদের চাওয়া প্রতিশোধ
রেয়ালের বিপক্ষে ফাইনালের আগে দলকে যে বার্তা দিলেন লেভানদোভস্কি