স্প্যানিশ সুপার কাপ
তবে অক্টোবরের ক্লাসিকোয় ৪-০ গোলের জয় ভুলে আসছে ম্যাচ নতুন করে শুরু করার তাগিদ দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 11 Jan 2025, 06:25 PM
আড়াই মাস আগে রেয়াল মাদ্রিদকে তাদের মাঠেই বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। দলটির ‘হাই-লাইন’ ডিফেন্সের কৌশল দারুণ কাজে দিয়েছিল ওই ম্যাচে। বারবার অফসাইডের ফাঁদে পড়েছিল প্রতিপক্ষ। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক স্পষ্ট জানিয়ে দিলেন, মাদ্রিদের দলটির বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও নিজেদের খেলার ধরন বদলাবেন না তারা।
সুপার কাপের ফাইনালে সৌদি আরবের জেদ্দায় রোববার রেয়ালের মুখোমুখি হবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
মৌসুমের প্রথম ক্লাসিকোয় গত অক্টোবরে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে রেয়ালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় বার্সেলোনা। জ্বলে ওঠেন কাতালান দলটির আক্রমণভাগের তিন তারকা; রবের্ত লেভানদোভস্কি করেন জোড়া গোল, একটি করে লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।
ওই হারে লা লিগায় রেয়ালের টানা ৪২ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়েছিল। ম্যাচে নিষ্প্রভ ছিল ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপেদের নিয়ে গড়া রেয়ালের আক্রমণভাগ। ‘হাই-লাইন’ ডিফেন্সের কৌশল কাজে লাগিয়ে তাদের অনেকটাই নিষ্ক্রিয় করে রাখে বার্সেলোনা। প্রথম ২০ মিনিটেই পাঁচবার অফসাইডের ফাঁদে আটকে যায় রেয়াল।
এই কৌশলে ঝুঁকি থাকলেও, তা বদলাতে নারাজ ফ্লিক। ফাইনালের আগে সে কথাই বললেন এই জার্মান কোচ। তবে অক্টোবরের ৪-০ গোলের জয় ভুলে আসছে ম্যাচ নতুন করে শুরু করতে হবে বলে মনে করেন তিনি।
“আমরা মাদ্রিদে যেভাবে খেলেছি, তার চেয়ে অন্যভাবে খেলব না। অবশ্যই আমরা এভাবেই খেলতে চাই, একটি দল হয়ে উঠতে চাই। সেখানে যা হয়েছে, তার তুলনা এই ম্যাচের সঙ্গে করা যাবে না। তবে আমরা ভালো খেলার চেষ্টা করব।”
এই মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর ফ্লিকের প্রথম ফাইনাল এটি। প্রথম শিরোপা জয়েরও হাতছানি। এখানে জিতে মৌসুমের বাকি অংশের জন্য আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য তার।
“কোচ হিসেবে আমি অনেক ফাইনালে উঠেছি। এটি দারুণ ম্যাচ, সুপার কাপ। যদি আমরা ম্যাচটি জিততে পারি, তাহলে বাকি মৌসুমের জন্য আমাদের আত্মবিশ্বাস দারুণ থাকবে। ম্যাচটি জেতা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।”
সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। তবে রেয়ালকে হারিয়ে শিরোপা জিততে চাইলে আরও ভালো খেলতে হবে বলে মনে করেন ফ্লিক।
“রেয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর একটি। খেলায় আমাদের দ্রুতগতি সম্পন্ন হতে হবে। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, তার চেয়ে ভালো খেলতে হবে। কারণ, আমরা রেয়াল মাদ্রিদের কথা বলছি, তারা জানে ম্যাচ কীভাবে সামলাতে হয় এবং যেকোনো সুযোগ তারা কাজে লাগাতে পারে।”
গত আসরের ফাইনালে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল রেয়াল। এবার জিতলে প্রতিযোগিতাটিতে বার্সেলোনার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করবে ইউরোপের সফলতম দলটি। ফ্লিক যদিও পরিসংখ্যান নিয়ে ভাবতে চান না।
“আমি পরিসংখ্যান নিয়ে ভাবি না। আমি যা চাই, তা হলো ক্লাব এবং দলের জন্য শিরোপা জিততে।”
আরও পড়ুন
অফসাইড নিয়ে এমবাপেকে উপদেশ দেওয়ার ‘প্রয়োজন নেই’
বার্সেলোনার বিপক্ষে রেয়াল মাদ্রিদের চাওয়া প্রতিশোধ
রেয়ালের বিপক্ষে ফাইনালের আগে দলকে যে বার্তা দিলেন লেভানদোভস্কি
প্রথম ক্লাসিকোর হার থেকে শিক্ষা নিয়ে ফাইনালের জন্য প্রস্তুত রেয়াল