স্প্যানিশ সুপার কাপ
বার্সেলোনার অফসাইডের ফাঁদ কীভাবে এড়াতে হবে, ফরাসি তারকা নিজেই তা ভালো জানেন, বলছেন ফেদে ভালভের্দে।
Published : 11 Jan 2025, 11:12 PM
ক্যারিয়ারের প্রথম ক্লাসিকোয় একেবারেই নিষ্প্রভ ছিলেন কিলিয়ান এমবাপে। একের পর এক সুযোগ নষ্টের পাশাপাশি অনেকবার অফসাইডের ফাঁদে আটকে পড়েন তিনি। আরেকটি ক্লাসিকোর আগে তার ক্লাব সতীর্থ ফেদে ভালভের্দে বলছেন, বার্সেলোনার অফসাইডের ফাঁদ কীভাবে এড়াতে হবে, সে সম্পর্কে ফরাসি তারকাকে কিছু বলে দেওয়ার প্রয়োজন তিনি দেখেন না।
গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে হারে রেয়াল। লা লিগার ওই ম্যাচে বার্সেলোনার ‘হাইলাইন’ ডিফেন্সের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি রেয়ালের আক্রমণভাগ। প্রথম ২০ মিনিটেই পাঁচবার অফসাইডের ফাঁদে আটকে যায় মাদ্রিদের দলটি। এমবাপে একাই অফসাইডের ফাঁদে পড়েন আটবার, তার ক্যারিয়ারে কোনো ম্যাচে যা সর্বোচ্চ।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সৌদি আরবের জেদ্দায় রোববার প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে অফসাইড প্রসঙ্গে ভালভের্দে বললেন, মৌসুমে রেয়ালের হয়ে এখন পর্যন্ত ১৪ গোল করা এমবাপে তার করণীয় নিজেই ভালো জানেন।
“এমন একজন খেলোয়াড় (এমবাপে), যে একটা বিশ্বকাপ জিতেছে এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে, ফ্রান্সে সবকিছু জিতেছে, তাকে কোনো পাঠ দিতে পারি না আমি। সে এখনই একজন কিংবদন্তি, বিশ্বের সেরাদের একজন, সে জানে কী করতে হবে।”
“বার্সেলোনা তাদের হাইলাইন ডিফেন্স নিয়ে যা করছে, ভালো করছে। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। ফরোয়ার্ডদের গোলমুখে সঠিক পাস দেওয়ার ক্ষেত্রে মিডফিল্ডার ও ডিফেন্ডারদের আরও বেশি চিন্তা করতে হবে।”
আরও পড়ুন
বার্সেলোনার বিপক্ষে রেয়াল মাদ্রিদের চাওয়া প্রতিশোধ
রেয়ালের বিপক্ষে ফাইনালের আগে দলকে যে বার্তা দিলেন লেভানদোভস্কি
প্রথম ক্লাসিকোর হার থেকে শিক্ষা নিয়ে ফাইনালের জন্য প্রস্তুত রেয়াল