স্প্যানিশ ফুটবল
শিরোপা জিততে সতীর্থদের মানসিকতার উন্নতির তাগিদ বার্সেলোনা স্ট্রাইকারের।
Published : 11 Jan 2025, 05:57 PM
মৌসুমের প্রথম কয়েক মাসে ছন্দে এগিয়ে চলার মাঝে হঠাৎ পথ হারিয়ে ফেলে বার্সেলোনা। নতুন বছরের শুরুতে অবশ্য দারুণ এক জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় দলটি। সামনে এবার একটি ট্রফি জয়েরও হাতছানি। তবে, বড় শিরোপা জিততে যে মানসিকতা দরকার, সতীর্থদের সেটার উন্নতির তাগিদ দিলেন বার্সেলোনা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার রেয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে কাতালান ক্লাবটি। গত আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই ৪-১ গোলে ভরাডুবি হয়েছিল তাদের।
বার্সেলোনার জন্য আসছে লড়াইটি তাই প্রতিশোধ নেওয়ার উপলক্ষও বটে। রেয়ালের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচের ফলও দারুণ; গত অক্টোবরে লা লিগায় মাদ্রিদের দলটিকে তাদের মাঠেই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।
কেবল ওই জয়ই নয়, এবারের লা লিগায় প্রথম ১২ ম্যাচের ১১টিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে শক্ত অবস্থানে ছিল বার্সেলোনা। কিন্তু, এরপরই পথ হারিয়ে ফেলে দলটি। লিগে পরের সাত রাউন্ডে মাত্র একটিতে জিততে পারে তারা, চারটি ম্যাচে হারে ও দুটি ড্র করে।
ওই চার পরাজয়ের মধ্যে দুটি ছিল ঘরের মাঠে, তুলনামূলক অনেক দুর্বল দল লাস পালমাস ও লেগানেসের বিপক্ষে। রেয়ালের বিপক্ষে ফাইনালের আগে দলের এই বিব্রতকর হারগুলো স্মরণ করলেন লেভানদোভস্কি। বললেন, ট্রফি জিততে হলে এই ব্যর্থতাগুলো ঝেড়ে ফেলতে হবে।
“আমরা (সবকিছু জিততে) পারব কি-না, সে বিষয়ে এখনই কথা বলার সময় নয়। অবশ্যই আমরা সবাইকে হারাতে পারি। তবে, সবকিছু জিততে হলে মৌসুমে ভাগ্যকেও পাশে পাওয়া প্রয়োজন। আমাদের দারুণ সামর্থ্য আছে, কিন্তু সক্ষমতা এক জিনিস, (বিজয়ী) মানসিকতাও খুব প্রয়োজন।”
“আমরা (আমাদের সামর্থ্যের) অনেক প্রমাণ দিয়েছি। তবে, উদাহরুণস্বরূপ লিগ শিরোপা জিততে চাইলে ছোট ছোট মাচগুলোও জিততে হবে। আমরা কিছু পয়েন্ট হারিয়েছি…আমি বলতে চাই না যে ম্যাচগুলো ছোট ছিল; কিন্তু মানুষের কাছে ওই ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল না। তবে আমাদের কাছে সেগুলো গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”
বড়দিনের ছুটির আগের দেড় মাসের ব্যর্থতা অবশ্য এই বছরের শুরুতে ঝেড়ে ফেলার বার্তা দিয়েছে বার্সেলোনা, সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে। সেই ধারায়, ছোট-বড় সব ম্যাচ জিতে মৌসুমের বাকিটা এগিয়ে যেতে চান লেভানদোভস্কি।
“আশা করি, এই বছর আমরা ওইসব ম্যাচও জিতব। (শিরোপা জিততে) বড় ম্যাচের পাশাপাশি এই ম্যাচগুলো আমাদের জিততে হবে। দলের তরুণ খেলোয়াড়, আমাদের সবার জন্য এটাই পরবর্তী পদক্ষেপ।”
সৌদি আরবের জেদ্দায় রোববার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে সুপার কাপের ‘ক্লাসিকো’ ফাইনাল।
আরও পড়ুন
অফসাইড নিয়ে এমবাপেকে উপদেশ দেওয়ার ‘প্রয়োজন নেই’
বার্সেলোনার বিপক্ষে রেয়াল মাদ্রিদের চাওয়া প্রতিশোধ
প্রথম ক্লাসিকোর হার থেকে শিক্ষা নিয়ে ফাইনালের জন্য প্রস্তুত রেয়াল