চ্যাম্পিয়ন্স লিগ
কঠোর শাস্তি পেতে পারেন রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার।
Published : 17 Apr 2025, 07:24 PM
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ম্যাচে ঝামেলায় জড়িয়েছেন রেয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কার্ভাহাল। যার কারণে কঠোর শাস্তি পেতে পারেন অভিজ্ঞ এই ফুটবলার।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল ও আর্সেনালের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ঘটে এই ঘটনা। হাঁটুর চোটে গত অক্টোবর থেকে মাঠের বাইরে থাকা কার্ভাহাল বুধবারের এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলশূন্য প্রথমার্ধের পর খেলোয়াড়রা যখন টানেলের দিকে যাচ্ছিলেন, তখন সাইডলাইনে দাঁড়িয়ে ছিলেন কার্ভাহাল। সতীর্থদের সঙ্গে করমর্দন করেন তিনি। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া আর্সেনালের বুকায়ো সাকাকে কিছু একটা বলতে দেখা যায় তাকে। ইংলিশ ফরোয়ার্ডের মাথা ছুঁয়ে, তার বুকে হালকাভাবে চাপড় দেন রেয়ালের জার্সিতে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার। সাকাও হয়তো কিছু একটা বলেন তাকে।
তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। এরপর হেঁটে এগিয়ে যাওয়া সাকার হাত টেনে ধরেন কার্ভাহাল এবং দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পেছন থেকে সাকার ঘাড়েও হাত দেন রেয়াল মাদ্রিদ অধিনায়ক। তখন দুজনকে আলাদা করেন অন্যরা।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, কঠোর শাস্তি পেতে পারেন কার্ভাহাল, চার ম্যাচ পর্যন্তও নিষিদ্ধ হতে পারেন তিনি। উয়েফার নিয়ম অনুযায়ী, রেয়াল মাদ্রিদের টেকনিক্যাল এরিয়ায় তার থাকার অনুমতি ছিল না, কারণ তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি।
২০১৬ সালে যেমন শাস্তি পেয়েছিলেন শাবি আলোন্সো। চোটে বাইরে থাকা মিডফিল্ডার বেঞ্চের পাশের আসন থেকে দৌড়ে মাঠে গিয়ে রেয়াল মাদ্রিদের গোল উদযাপন করেছিলেন। পরে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। যে কারণে পরের মৌসুমে ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে তিনি খেলতে পারেননি।
এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ঝামেলায় জড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর প্রতিপক্ষের সমর্থকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপনের জন্য জরিমানা করা হয় কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার ও দানি সেবাইয়োসকে। এমবাপে ও রুডিগারকে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়, যা এক বছরের জন্য স্থগিত রাখা হয়।
আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগে ২-১ গোলে হেরে ও দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত হয়ে শেষ আট থেকে বিদায় নেয় ইউরোপ সেরার প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল।