এবার সিলেট সিটি করপোরেশনে মেয়র পদের জন্য আওয়ামী লীগের ১০ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
Published : 17 Apr 2023, 09:29 PM
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিমানবন্দর থেকে গাড়ি শোভাযাত্রা করে নগরীতে নিয়ে গেছেন দলের নেতাকর্মীরা।
সোমবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার পর আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্বাগত জানায় বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিমানবন্দরে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে কোনো বিভেদ নেই। নৌকাকে বিজয়ী করতে সকলেই ঐক্যবদ্ধ।
এ সময় তিনি নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। বলেন, নগর পিতা নয়, নগরের সেবক হতে চান। সিলেটকে পরিবর্তিত ও উন্নত নগরী হিসেবে রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।
পরে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
পরে আনোয়ারুজ্জামান চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশে আমি সিলেটের অলিতে-গলিতে ঘুরে বেড়াচ্ছি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। এজন্য প্রথমে জননেত্রী শেখ হাসিনা ও প্রিয় নগরবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, “দলীয় সভাপতি শেখ হাসিনা আগে সিগন্যাল দিয়ে রেখেছিলেন এবং কাজ করতে বলেছিলেন। আমি সেই লক্ষ্যেই মাঠে ছিলাম। নেত্রীর নির্দেশে ভবিষ্যতে সুখে-দুঃখে নগরবাসীর পাশে থাকব। আশা করি, এবার নৌকার বিজয় নিশ্চিতে হবে।
“জাতির জনক বঙ্গবন্ধু কন্যাকে বিজয় উপহার দেওয়ার লক্ষ্যে নেতাকর্মীসহ সবাই নৌকা মার্কার পক্ষে কাজ করবেন। সবাইকে সঙ্গে নিয়ে সিলেট মহানগরের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী’ হিসেবে সিলেটকে ঘোষণা করতে চাই।
এ জন্য তিনি দলমত নির্বিশেষে সিলেটের উন্নয়নের স্বার্থে সবার সহযোগিতা চান।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজি চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ ফরিদ আহমদ, সুজাত আলী রফিক, নিজাম উদ্দিন, শাহ মোশাইদ আলী, নাজনিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মাহফুজুর রহমান, রঞ্জিত সরকার, ছালেহ আহমদ সেলিম, ডা. আরমান আহমদ শিপলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা মহিলা আওয়ামী লীগেরর সভাপতি সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর মহিলা লীগের সভাপতি শাহানা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলার আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মহানগরের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসানাত বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ।
এবার মেয়র পদের জন্য আওয়ামী লীগের ১০ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বিমানবন্দরে আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানানো এবং শোভাযাত্রার সময় তার মধ্যে শুধু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
‘বাইরের লোক’ আনোয়ারুজ্জামান সিলেট সিটি নির্বাচনে কতটা সফল হবেন
সিলেট সিটি নির্বাচন: এবার মিসবাহ সিরাজের প্রার্থিতার ঘোষণা
সিলেট সিটির প্রার্থী নিয়ে ‘তৎপরতার’ মধ্যে নগর আওয়ামী লীগের বিবৃতি
মেয়র আরিফকে নিয়ে শোভাযাত্রা; বললেন, ‘মানুষের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করব’