পানির নিচের ট্রাকগুলো কোথায় আছে, কীভাবে আছে- তা স্ক্যান করার সক্ষমতা আছে ঝিনাই-১ এর।
Published : 21 Jan 2024, 11:35 AM
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় পঞ্চম দিনের মত উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।
রোববার সকাল ১১টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, “পঞ্চম দিনে উদ্ধার অভিযানে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আশা রাখছি, প্রত্যয়ই ফেরিটি দৃশ্যমান করতে পারবে। আর প্রচন্ড শীত, কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
“ডুবন্ত ফেরিটি ৪০-৫০ ফুট পানির নীচে। ফেরির একপাশে ওয়্যার রোপ পরানো হয়েছে। আজ আরেক পাশে হুক পরানো হবে। আশা করছি, সন্ধ্যার আগে ডুবন্ত ফেরিটি দৃশ্যমান করতে পারবে প্রত্যয়।”
বুধবার সকাল ৮টার দিকে নয়টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যায় রজনীগন্ধা-৭ নামে ফেরিটি। ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ গঠিত দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির। যদিও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের ধারণা, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।
এদিকে, ফেরি ডুবির দিন বুধবার উদ্ধারকারী জাহাজ হামজা এসে একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক উদ্ধার করে। পরের দিন আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে উদ্ধার করে তুলা নিয়ে ডুবে যাওয়া এক ট্রাক।
এরপর আর কোনো যানবাহন উদ্ধারের খবর দিতে পারেনি কর্তৃপক্ষ।
তবে রোববার সকালে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক বলেন, প্রথম দুইদিনে একটি কাভার্ড ভ্যান ও দুইটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আরও একটি ট্রাক শনাক্ত করা গেছে। সেটি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যাবে।
উদ্ধারকারী আরেকটি জাহাজ ঝিনাই-১ আসছে কি-না জানতে চাইলে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা বলেন, “আমিও শুনেছি ঝিনাই-১ আসছে। এটির পানির নিচের ট্রাকগুলো কোথায় আছে, কীভাবে আছে তা স্ক্যানের সক্ষমতা আছে বলে শুনেছি। তবে এটি কখন পৌঁছাবে বিস্তারিত বলতে পারছি না।”
ফেরি উদ্ধারে সক্ষমতা ছিল না হামজা ও রুস্তমের। শুক্রবার ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় এলে দুপুর আড়াইটায় ফেরি উদ্ধারে কাজ শুরু করে।
নৌ বাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, নৌবাহিনীর ডুবুরি টিম, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর অর্ধ শতাধিক ডুবুরি প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। বড় বড় ওয়্যার রোপ ফেরির নীচের একপাশ দিয়ে প্রত্যয়ের ক্রেনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আরেকপাশে ওয়্যার রোপ যুক্ত করে ফেরিকে ভাসানোর চেষ্টা চালানো হবে।
“প্রচুর শীত ও কুয়াশায় পানিতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি”, বলেন লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন।
আরও পড়ুন:
পাটুরিয়ায় ফেরি ডুবি: চতুর্থ দিনে চলছে উদ্ধার অভিযান
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
ফেরি ডুবি: ‘সবাইকে ট্রলারে তুলে দিয়ে’ নিখোঁজ হলেন হুমায়ুন
ফেরি ডুবি: উদ্ধারকারী জাহাজ ‘রুস্তমের’ সঙ্গে আসছে ‘প্রত্যয়’ও
ফেরি ডুবি: কভার্ড ভ্যান তুলে আনল হামজা
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি