বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রাতের যে কোনো সময়ে পাটুরিয়ায় পৌঁছাতে পারে।
Published : 18 Jan 2024, 08:26 PM
দুইদিন পার হলেও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে যানবাহন নিয়ে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার করা যায়নি। উদ্ধারকারী জাহাজ রুস্তম-হামজার ধারণক্ষমতা কম থাকায় ফেরি তোলার জন্য আরেকটি জাহাজ ‘প্রত্যয়’ আনা হচ্ছে।
বৃহস্পতিপার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এ কে এম মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার ধারণক্ষমতা কম। ঘটনাস্থলে ৪০-৪৫ ফুট গভীরতা রয়েছে। নিমজ্জিত ফেরি টেনে তোলার জন্য কাউরাকান্দি শিমুলিয়া থেকে রওয়ানা দেওয়া অপর উদ্ধার জাহাজ ‘প্রত্যয়’ রাত ১০টা নাগাদ পৌঁছার কথা রয়েছে। স্রোত ও শীতের তীব্রতা উপেক্ষা করে উদ্ধার কাজ রাত পর্যন্ত অব্যাহত থাকবে।
পাটুরিয়াতে ফেরিডুবি: রুস্তম কাজে লেগে উদ্ধার করল তুলার ট্রাক
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, হামজা ও রুস্তমের ক্ষমতা ১২০ মেট্রিক টন। ডুবন্ত রজনীগন্ধা ফেরিটির ওজন ২৫০ মেট্রিক টন। সেখানে ট্রাকসহ পানির ওজন রয়েছে আরও অনেক বেশি। অথচ হামজার ৬০ ও রুস্তমের নিজের সক্ষমতা রয়েছে মাত্র ৬০ মেট্রিক টন।
যার কারণে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়ার অভিমুখে রওনা দিয়েছে। সেটি এসে পৌঁছালে ফেরি উদ্ধার কাজ শুরু করা যাবে বলে জানান তিনি।
তিনি বলেন, জাহাজটি রাতের যে কোনো সময়ে পাটুরিয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের কাছাকাছি নয়টি মালবোঝাই গাড়ি নিয়ে ফেরিটি ডুবে যায়। অন্য কর্মকর্তা-কর্মচারী পাড়ে ফিরলেও ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন ফেরিটির সহকারী মাস্টার হুমায়ুন কবির।
বুধবার সারাদিন উদ্ধারকাজ চালানোর পর রাত সাড়ে ১০টায় তা স্থগিত করা হয়। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার সাহায্যে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আরও একটি ট্রাকসহ দুদিনে মোট তিনটি যানবাহন উদ্ধার করা হয়।
এ ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন:
পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার অভিযান দ্বিতীয় দিনে
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
ফেরি ডুবি: ‘সবাইকে ট্রলারে তুলে দিয়ে’ নিখোঁজ হলেন হুমায়ুন
ফেরি ডুবি: উদ্ধারকারী জাহাজ ‘রুস্তমের’ সঙ্গে আসছে ‘প্রত্যয়’ও
ফেরি ডুবি: কভার্ড ভ্যান তুলে আনল হামজা
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি