বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রুস্তম তুলা বোঝাই ট্রাকটি টেনে ওপরে তুলে বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক।
Published : 18 Jan 2024, 04:19 PM
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে যানবাহন নিয়ে ডুবে যাওয়া ফেরি থেকে তুলা ভরতি একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
রজনীগন্ধা নামে ফেরিটি ডুবে যাওয়ার ৩১ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রুস্তম তুলা বোঝাই ট্রাকটি টেনে ওপরে তুলে বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ।
বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের কাছাকাছি নয়টি মালবোঝাই গাড়ি নিয়ে ফেরিটি ডুবে যায়। অন্য কর্মকর্তা-কর্মচারী পাড়ে ফিরলেও ঘটনার পর থেকেই নিখোঁজ আছেন ফেরিটির সহকারী মাস্টার হুমায়ুন কবির।
বুধবার সারাদিন উদ্ধারকাজ চালানোর পর রাত সাড়ে ১০টায় তা স্থগিত করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দিনের মত উদ্ধার কাজ শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের এজিএম আব্দুল সালাম জানান।
বুধবার মুন্সীগঞ্জের মাওয়া থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার পর ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে লাগে ‘রুস্তম’।
সংশ্লিষ্টরা জানান, ‘প্রত্যয়’ নামে আরেক উদ্ধারকারী জাহাজ পথে আছে। রাতে ঘটনাস্থলে পৌঁছতে পারে।
এদিকে, রুস্তম যে ট্রাকটি উদ্ধার করেছে, সেটির মালিক কুষ্টিয়ার মিজানুর রহমান।
তিনি জানান, তিনি কুষ্টিয়া থেকে ১১ টন তুলা ময়মনসিংহের ভালুকায় পাঠিয়ে ছিলেন।
ট্রাকটির চালক কুষ্টিয়ার আশিক আহমেদ বলেন, “ট্রাকে প্রায় কোটি টাকার তুলা ছিল। ট্রাক আজ উদ্ধার হলেও সব তুলা নদীতে পড়ে গেছে। এতে মালিকের মেলা ক্ষতি হয়ে গেছে।”
আরও পড়ুন:
পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার অভিযান দ্বিতীয় দিনে