রুমেলের মা জানান, তার ছেলে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ ছিলেন। হঠাৎ করেই মারা গেছেন তিনি।
Published : 20 Apr 2023, 02:58 PM
বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুর বাইরে রাখার সিদ্ধান্তের প্রতিবাদে দুই দফা অনশনে বসা হুমায়ুন আহম্মেদ রুমেল মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শহরের নাটাই পূর্বপাড়ায় নিজের বাসায় তার মৃত্যু হয়। তার বয়স ছিল ৪০ এর ঘরে।
ওই বাসায় মায়ের সঙ্গে থাকতেন রুমেল। তার বাকি তিন ভাই চাকরির কারণে বগুড়ার বাইরে থাকেন।
রুমেলের মা জানান, তার ছেলে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ ছিলেন। হঠাৎ করেই মারা গেছেন।
গত কয়েক দিন ধরেই বগুড়ার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তীব্র গরমে নানা রোগে ভুগছে মানুষ।
রুমেল ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালালউদ্দিনের ছেলে। তিনি ‘চ্যানেল বগুড়া’ নামে একটি পেইজে বিভিন্ন ভিডিও তৈরি করতেন।
বিসিবির আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শহীদ চান্দু স্টেডিয়াম পুনর্বহালের দাবিতে কিছুদিন আগে শহরের সাতমাথায় কাফনের কাপড় পরে দুই দফায় ‘অনশন’ করে আলোচনায় আসেন তিনি।
তার এই কর্মসূচি আলোচনায় আসার পর বিসিবি সিদ্ধান্ত পাল্টায়। স্টেডিয়াম থেকে নিয়ে যাওয়া মালামাল গত ১০ এপ্রিল ফেরত পাঠানো হয় বগুড়ায়।
একটি সফল কর্মসূচির পর এবার বগুড়া বিমানবন্দর চালুর দাবিতে আবার অনশন করার প্রস্তুতি নিচ্ছিলেন রুমেল। ঈদের পরে সেই কর্মসূচিতে বসার কথা ছিল তার।
‘চ্যানেল বগুড়া’ নামে ফেইসবুক আইডিতে বুধবার রাত ১১টা ৪২ মিনিটে তিনি লেখেন, “জীবনের প্রথম স্মৃতি এবং জীবনের শেষ স্মৃতি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ!!!”
রুমেলের বন্ধু রাসেল ইসলাম বলেন, “রুমেলের সঙ্গে গতকাল দুপুর ১২টার দিকে কথা বলি। সে মানসিকভাবে অনেক চিন্তিত ছিল। সে বিমানবন্দরের জন্য ঈদের পর অনশনে বসতে চেয়েছিল। কিন্তু তার আগেই কীভাবে যে কী হয়ে গেল!”
প্রতিবেশী রকি হোসেন বলেন, “রুমেল ভাই মাঝে মাঝেই না খেয়ে থাকতেন। হঠাৎ করে ভোরে অসুস্থতার খবর পেয়ে যাই। গিয়ে দেখি মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছেন, হাত পা ছড়ানো।
“পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গাড়ি ভাড়া করতে যাই। এসে দেখি রুমেল ভাই আর নেই।”
রুমেলের মা বলেন, “ওর সঙ্গে রাতেও কথা হয়েছে। ভোরেই আমাকে ছেড়ে চলে গেল। আমার পাশে থাকার মত আর কেউ রইল না।”
পুরনো খবর
শহীদ চান্দু স্টেডিয়াম: আবার ‘কাফনের কাপড় ও শিকল’ পরে অনশনে রুমেল