শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

বগুড়ায় স্টেডিয়াম মাঠে ও শহরে প্রতিবাদ সভা, মানববন্ধন করেন স্থানীয়রা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2023, 02:09 PM
Updated : 4 March 2023, 02:09 PM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিল করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন স্থানীয়রা। 

শনিবার দুপুরে স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন লিগের খেলা চলাকালে মেঘদ্বীপ ক্রীড়া চক্র, বগুড়া স্পোর্টস জনসংগঠনের খেলোয়াড়সহ আম্পায়াররা মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। 

এ সময় খেলা দেখতে আসা দর্শকরাও তাদের সঙ্গে যোগ দেন। 

এদিকে বিকাল ৩টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সর্বস্তরের লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। 

বক্তারা বলেন, জেলা ক্রীড়া সংস্থা সবসময় বিসিবিকে সহযোগিতা করে আসছে। কিন্তু তারা কেন এমন হটকারী সিদ্ধান্ত নিলেন বোঝা যাচ্ছে না। 

Also Read: শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির মালামাল ও লোকবল প্রত্যাহার

তারা বলেন, অথচ, যতবার এই মাঠে খেলা হয়েছে অন্য স্টেডিয়ামের চেয়ে এখানে বেশি দর্শক হয়েছে। বিষয়টি কারই অজানা নয়। 

অচিরেই বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করার দাবি জানান বক্তারা। 

দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। 

এতে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ খান রনি, জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, ক্রীড়া সংগঠক তানভীর আলম রিমন।