শহীদ চান্দু স্টেডিয়াম: আবার ‘কাফনের কাপড় ও শিকল’ পরে অনশনে রুমেল

তিনি বলেন, “যতক্ষণ না সিদ্ধান্ত বাতিল হবে, ততক্ষণ অনশন চালিয়ে যাব।”

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 11:34 AM
Updated : 19 March 2023, 11:34 AM

বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত এবং বিসিবির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আবার কাফনের কাপড় ও শিকল পরে আমরণ অনশন শুরু করেছেন হুমায়ুন আহমেদ রুমেল।

রোববার সকাল থেকে শহরের সাতমাথায় তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন।

রুমেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে।

এর আগে ৫ মার্চ শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদ এবং বগুড়া জেলার উন্নয়নের দাবিতে আমরণ অনশনে যান রুমেল। এরপর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামিম কামালের আশ্বাসে চারদিন পর অনশন বিরতি করেন।

অনশন ভাঙার সময় শামিম কামাল বলেছিলেন, “জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে বিসিবির সঙ্গে কথা বলেছে। বগুড়ায় বিসিবির ভেন্যু ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

সেই সময় রুমেল বলেছিলেন, যদি ভেন্যু বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় তাহলে ১৯ মার্চ থেকে আবার অনশনে যাবো।

রোববার আবার অনশনে নেমে রুমেল বলেন, “শুনেছি ভেন্যু বাতিলের সিদ্ধান্ত নিয়ে কাজ চলছে। এখনো সিদ্ধান্ত বাতিল না হওয়ায় আমি আবারও আমরণ অনশন শুরু করলাম। যতক্ষণ না সিদ্ধান্ত বাতিল হবে, আমি অনশন চালিয়ে যাব।”

কেন অনশন ভাঙলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি অনশন ভঙ্গ করিনি, আমাকে বলা হয়েছিল সিদ্ধান্ত বাতিলের জন্য কাজ চলছে, বাতিল হবে। তাই ১৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছিলাম, তা না হলে আবারও অনশনে যাবো বলেছিলাম। সেই সূত্র ধরে আজ থেকে আবারও অনশন শুরু করেছি।”

এ বিষয়ে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামিম কামালের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন:

Also Read: শহীদ চান্দুর ভেন্যু পুনর্বহালের আশ্বাসে অনশন ভাঙলেন রুমেল

Also Read: শহীদ চান্দু স্টেডিয়াম: রুমেলের অনশন তৃতীয় দিনে

Also Read: শহীদ চান্দু স্টেডিয়ামে এখন গরুর হাট, জুয়ার বোর্ড বসবে: হিরো আলম

Also Read: শহীদ চান্দু স্টেডিয়াম: বিসিবির সিদ্ধান্তে ফুঁসে উঠেছে বগুড়াবাসী

Also Read: বগুড়ায় বিসিবির সিদ্ধান্তের প্রতিবাদে ‘কাফনের কাপড়’ পরে অনশনে যুবক

Also Read: শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

Also Read: শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির মালামাল ও লোকবল প্রত্যাহার