শহীদ চান্দু স্টেডিয়াম: বিসিবির সিদ্ধান্তে ফুঁসে উঠেছে বগুড়াবাসী

ডিসি ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বলছেন, “আশা করি, এটার সুন্দর সমাধান হবে।”

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 08:50 AM
Updated : 6 March 2023, 08:50 AM

শহীদ চান্দু স্টেডিয়াম বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে বগুড়াবাসী।

বিসিবি বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে চিঠি দেয়। চিঠিতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার কথা উল্লেখ করে ওই ভেন্যু থেকে মালামাল এবং কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সরিয়ে নেয় বিসিবি।

এর পর থেকে ভেন্যু ফেরানোর দাবিতে জেলায় অনশন, মাঠে খেলা বন্ধ রেখে দাঁড়িয়ে প্রতিবাদ, বগুড়া জিরো পয়েন্ট সাতমাথায় প্রতিবাদ সভা-মানববন্ধনসব নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

শনিবার প্রিমিয়ার লীগে অংশ নেওয়া দল এবং আম্পায়ার মাঠের মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। এতে দর্শকরাও অংশ নিয়েছিলেন।

রোববার সকাল ৯টা থেকে বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথার ফুটপাতে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন শহরের নাটাইপাড়ার বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দীনের ছেলে মো. রুমেল।

একই দিন বগুড়ায় মুশফিকুর রহিমের বাবা আব্দুল হামিদ তারা বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে গণস্বাক্ষরে অংশ নেন।

ক্রীড়া সংগঠনসহ সর্বস্তরের মানুষের প্রতিবাদে সাতমাথায় অংশ নেন আব্দুল হামিদ।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, “জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগে মুশফিক এই মাঠে খেলবে।”

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন বলেন, “১ মার্চ আমরা বিসিবিকে চিঠি দিয়ে জানাই ২ মার্চ থেকে বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ শুরু করবো। ওই দিন ফোনে বিসিবির কর্মকর্তা বাতেন সাহেব আমাকে বলেন, সেখানে তারা খেলা দেবে; আমরা কেন লিগ ছাড়লাম? বলেছি, ঠিক আছে আপনারাও খেলা দেন, আমরাও দিই। সমস্যা কী? উনি বললেন, ঠিক আছে।

“পরে আবার ফোন দিয়ে বললেন, তারা ভ্যেনু প্রত্যাহার করে নেবেন। হঠাৎ এমন কথা শুনে বিস্মিত এবং হতবাক হয়েছি। আমি কেন, গোটা বগুড়াবাসীই বিস্মিত!”

মাসুদার রহমানের ভাষ্য, “এ স্টেডিয়ামে ১৫ বছরে ফ্লাড লাইন জ্বলেনি। কোনো আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়নি বগুড়ায়।

“এখন অসহযোগিতার অজুহাত দেখিয়ে মাঠ থেকে সরে দাঁড়ানো সিবিবির একটি অপকৌশল মাত্র। তড়িৎ এমন সিদ্ধান্তের পিছে নিশ্চয়ই উনাদের কোনো অশুভ উদ্দেশ্য রয়েছে।”

তিনি আরও বলেন, “১৫ বছর এ স্টেডিয়ামের কোনো উন্নয়ন হয়নি। শুধু বিসিবি তাদের কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন দিয়েছে। যা কিছু সংস্কার হয়েছে, তা আমরাই করেছি। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে স্টেডিয়ামের পাশে আলহাজ মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামও করেছি।”

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের ভাষ্য, “এতদিন বিসিবি বগুড়া শহীদ চান্দু আন্তর্জাতিক স্টেডিয়ামকে হত্যা করে ফ্রিজ করে রেখেছিল। এখন জানাজা করে বেওয়ারিশ লাশ করে ফেলে চলে গেল।”

এটা ক্রীড়াঙ্গনকে গলাটিপে হত্যার শামিল উল্লেখ করে বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান শহিদুল ইসলাম।

চিঠিতে বিসিবি অসহযোগিতার কথা উল্লেখ করলেও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুল ইসলাম বলেছেন, “বিষয়টি নিরসনে এর মধ্যেই বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে যোগাযোগ হয়েছে। আশা করি, এটার সুন্দর সমাধান হবে।”

আরও পড়ুন:

Also Read: শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে বিসিবির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

Also Read: বগুড়ায় বিসিবির সিদ্ধান্তের প্রতিবাদে ‘কাফনের কাপড়’ পরে অনশনে যুবক

Also Read: শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির মালামাল ও লোকবল প্রত্যাহার