উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে নিহত ১

হামলাকারীরা ‘আরসা গ্রুপে’র সদস্য বলে জানা গেলেও নিহত সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 07:10 AM
Updated : 7 May 2023, 07:10 AM

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির পর গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা নিহত হয়েছে।

রোববার ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। 

ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, রোববার ভোরের দিকে জি ওয়ান ব্লকে ‘রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপে’র ২০ থেকে ২৫ জন সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। টানা কিছুক্ষণ গুলি ছোড়ার ঘটনায় রোহিঙ্গারা শোর-চিৎকার করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। 

“এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয় এবং দা দিয়ে কোপায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। ” 

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।  

আহত রোহিঙ্গারা হলেন- ওই ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।  

ওসি বলেন, হামলাকারীরা ‘আরসা গ্রুপে’র সদস্য বলে জানা গেলেও নিহত সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

Also Read: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৪ ‘আরসা’ সদস্য আটক

Also Read: রোহিঙ্গা ক্যাম্পে নারী নেত্রীর ঘরে ঢুকে গুলি করে বোনকে হত্যা

Also Read: কক্সবাজারে ‘গুলি ও ছুরিকাঘাতে’ রোহিঙ্গা শিবিরের সাব-মাঝি খুন

Also Read: রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, নিহত ২

Also Read: কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে গুলিতে ‘আরসা কমান্ডার’ নিহত

Also Read: উখিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘আরসা’র তিন সদস্য গ্রেপ্তার