তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জড়িতদের আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
Published : 01 Mar 2023, 03:25 PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় পাঁচ ছাত্রীকে সাময়িক বরখাস্তসহ হাই কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, হাই কোর্ট পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, দায়িত্বহীনতার অভিযোগে হল প্রভোস্টকে অব্যাহতি এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ কয়েকটি নির্দেশ দিয়েছেন। সেসব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ছাত্রী নির্যাতনের ঘটনায় জমা দেওয়া দুটি তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার হাই কোর্টে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ বেশ কিছু আদেশ দিয়েছেন।
আদালত বলেছে, তদন্ত প্রতিবেদনগুলোর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টির আইন ও বিধিবিধান অনুসারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত না আসা পর্যন্ত পাঁচ শিক্ষার্থীকে সব ধরনের শিক্ষা কার্য্ক্রম থেকে ‘সাসপেন্ড’ করতে এবং ক্যাম্পাসের বাইরে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শৃঙ্খলা বিষয়ক কার্য্ধারার প্রয়োজনে তাদের ডাকা যাবে।
পাঁচ শিক্ষার্থী হলেন- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী হালিমা আক্তার ঊর্মি, ২০২০-২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান মীম, ২০২০-২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান।
আদালত নির্যাতিত শিক্ষার্থীর নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেছে, ওই শিক্ষার্থী যাতে নির্ভয়ে স্বাভাবিক শিক্ষা কার্য্ক্রম চালিয়ে যেতে পারেন, সেজন্য তিন দিনের মধ্যে তাকে হলে সিট বরাদ্দ দিতে হবে।
পাবনা ও কুষ্টিয়ার পুলিশ সুপারকে এই শিক্ষার্থী ও ঘটনার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হলো।
হাই কোর্ট বেঞ্চ নির্যাতনের সময় ভিডিও ধারণকারী শিক্ষার্থী হালিমার মোবাইল ফোন উদ্ধার এবং ধারণ করা ভিডিও আদালতে জমা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়।
হাই কোর্ট আগামী ৮ মের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছে। সেদিন আদেশের জন্য তারিখ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “আমাদের কাছে হাই কোর্টের লিখিত অর্ডারটা আসলেই আমরা তা যথাযথ পালন করবো। সেখানে যদি কর্তৃপক্ষের গাফিলতির বিষয়েও কোনো নির্দেশনা থাকে তাহলে আমরা সেটাও দেখবো।”
এদিকে হাই কোর্টের আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মুঠোফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “যদিও আমি বিষয়টা ভালো করে দেখি নাই, তবুও বলছি, সাময়িক না; আমি চাই তাদের সার্বিক বহিষ্কার হোক, ভার্সিটি থেকে একদম... তাদের যেন, একেবারে বহিষ্কার করে দেয়, আজীবনের জন্য ভার্সিটি থেকে বহিষ্কার করে দিতে হবে।”
তিনি আরও বলেন, “মামলার বিষয়ে আমি ফ্যামিলির সঙ্গে কথা বলছি, মামলা তো আমি করবোই... যেহেতু আমি তো দোষী না, সেহেতু আমি তো মামলা করবোই।”
গত ১২ ফেব্রুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে আরও কয়েকজন সহযোগীদের দ্বারা নবীন ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারধর ও শারীরিকভাবে নির্যাতন এবং নির্যাতনের ঘটনা ভিডিও ধারণ করে নেটে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।
পরদিন সকালে ভয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে বাড়ি চলে যান ওই ছাত্রী।
পরে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।
এ ঘটনায় আইন বিভাগের অধ্যাপক রেবা মন্ডলকে আহ্বায়ক করে ১৫ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
কমিটি ১৮ ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করে। ভুক্তভোগী, অভিযুক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার শেষে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।
এরপর ২৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
এরই মধ্যে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
ইবির হলে নির্যাতিত ছাত্রী ‘মামলা করবেন’ আদালতে
ছাত্রী হলে নির্যাতন: ইবির তদন্ত প্রতিবেদন হাই কোর্টে
ইবিতে ছাত্রী নির্যাতন: ছাত্রলীগের ৫ জনের হলের সিট বাতিল
ফোনে ইবির নির্যাতিত ছাত্রীকে ‘ন্যায়বিচারের’ আশ্বাস ছাত্রলীগ সভাপতির
যা যা ঘটেছে ছাত্রলীগকে সব বলেছি: ইবির নির্যাতিত ছাত্রী
ইবিতে ছাত্রী নির্যাতন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা
‘তারা আমার হাত-পা ধরে ক্ষমা চেয়েছে,’ বললেন ইবি ছাত্রী
ইবিতে ছাত্রী নির্যাতন: হাই কোর্টের আদেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি
ইবি হলে ছাত্রী নির্যাতন: তদন্ত কমিটির মুখোমুখি ছাত্রলীগের দুই নেত্রী
তদন্ত কমিটিকে ‘নির্যাতনের’ বর্ণনা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
ইবি হলে ছাত্রী নির্যাতন: ভুক্তভোগীর বক্তব্য শুনবে হল কর্তৃপক্ষ
ইবির হলে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে