“ঘন কুয়াশা আর শীতের কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে; বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হবে।”
Published : 17 Jan 2024, 10:48 PM
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের কাজ প্রথম দিনের শেষে স্থগিত করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় ঘাটের অদূরে পদ্মা নদীতে ফেরিটি ডুবে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা।
সারাদিন উদ্ধারকাজ চালানোর পর রাত সাড়ে ১০টায় তা স্থগিত করা হয় বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের কালেক্টর জুয়েল হাসান।
তিনি বলেন, “ঘন কুয়াশা আর শীতের কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হবে।”
সকাল ৮টার দিকে ৫ নম্বর ঘাটের কাছে নয়টি মালবোঝাই যানবাহন নিয়ে তলিয়ে যায় রজনীগন্ধা। এ ঘটনায় ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবির এখনও নিখোঁজ রয়েছেন। তার বাড়ি পিরোজপুরে।
বিকাল ৫টার দিকে ‘হামজা’ ডুবে যাওয়া ফেরিতে থাকা একটি কভার্ড ভ্যান তুলে আনে।
আরও দুটি উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ও ‘প্রত্যয়’ অভিযানে যোগ দিতে পথে রয়েছে।
ফেরি ডুবি: ‘সবাইকে ট্রলারে তুলে দিয়ে’ নিখোঁজ হলেন হুমায়ুন
ফেরি ডুবি: উদ্ধারকারী জাহাজ ‘রুস্তমের’ সঙ্গে আসছে ‘প্রত্যয়’ও
ফেরি ডুবি: কভার্ড ভ্যান তুলে আনল হামজা
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
ডুবে যাওয়া ফেরি তুলতে ঘটনাস্থলে হামজা, রুস্তমও যাচ্ছে
পাটুরিয়ায় যানবাহন নিয়ে ডুবেছে ফেরি, নিখোঁজ ১
বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধারকাজে দুটি ফেরি যুক্ত হওয়ার কথা আগেই বলা হয়েছিল। এখন এর সঙ্গে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ও যুক্ত হচ্ছে।
“‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে এরই মধ্যে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। আশা করা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সেটি পাটুরিয়া ঘাটে পৌঁছাবে। আর উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ও পথে রয়েছে”, বলেন নির্বাহী প্রকৌশলী।
এ দুর্ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসক রেহেনা আকতার জানিয়েছেন, এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এই দুর্ঘটনার অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।