গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। তখন ৯ ‘জঙ্গি’সহ মোট ৮২৬ কয়েদি পালিয়ে যায়।
Published : 27 Jul 2024, 07:51 PM
নরসিংদী জেলা কারাগার সংস্কার করে শিগগিরই বন্দীদের বসবাসযোগ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
শনিবার সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, কারাগারে হামলা-ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি পরিদর্শন করেছি। এর আগে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরাও পরিদর্শন করেছেন।
“দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরুপণ করে কারাগারটি ব্যবহারযোগ্য করতে কর্তৃপক্ষকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কারাগার পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত কারা মহা-পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র্যাব-১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল তানভীর বাশার, নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করে ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে দিলে নয় ‘জঙ্গি’সহ মোট ৮২৬ কয়েদি পালিয়ে যায়। এ সময় অস্ত্র-গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট এবং ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে হামলাকারীরা।
প্রাথমিকভাবে কারা কর্তৃপক্ষ ও রক্ষীরা প্রতিহত করার চেষ্টা করলেও অবস্থা বেগতিক দেখে পিছু হটতে বাধ্য হয়। এক পর্যায়ে তারা জীবন বাঁচাতে কয়েদিদের সঙ্গে মিশে যান। এ সময় যেসব কয়েদি জেল ছেড়ে পালাতে চাননি তাদের মারধরও করা হয়।
এ ঘটনার পর থেকে কারাগারসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন মন্ত্রীসহ সরকারের উধ্বর্তন কর্মকর্তারা।
কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা হয়েছে।
শুক্রবার নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, কারাগার থেকে পলাতক ৯ জঙ্গির মধ্যে চারজনসহ ৯ কয়েদীকে গ্রেপ্তার করা হয়েছে। জেল পলাতক ৪৮১ কয়েদী থানা ও আদালতে আত্মসমর্পণ করেছেন।
এছাড়া লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৪৫টি অস্ত্র এবং এক হাজার ৯১টি গুলি ও ২২৭টি গুলির খোসা, ২০টি ম্যাগাজিন ও ১০টি হাতকড়া উদ্ধারের কথাও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন
নরসিংদীতে হামলার ঘটনায় ১১ মামলা, আরও ১ ‘জঙ্গি’ গ্রেপ্তার
নরসিংদীতে জেল পলাতক ৪৪৯ কয়েদির আত্মসমর্পণ
নরসিংদী কারাগারের ৩৪৮ কয়েদির আত্মসমর্পণ
কারাগার থেকে পালানো ২ নারী জঙ্গি গ্রেপ্তার
নরসিংদী কারাগার: পালিয়ে যাওয়া ১৩৬ আসামির আত্মসমর্পণ
কারাগার থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের ধরতে সবই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী