নরসিংদী কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে এই দুই নারী জঙ্গি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
Published : 24 Jul 2024, 06:58 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় সময় নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গিদের মধ্যে দুই নারী জঙ্গি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার রাতে খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।
নরসিংদীর জেলা কারাগারে হামলা করে জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যাওয়ার চারদিন পর এই দুই নারী জঙ্গি ধরা পড়লেন। এরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
সিটিটিসি প্রধান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলা কারাগারে দলবেঁধে হামলা হয়। হামলাকারীরা মূল কারাগারের ভেতরে ঢুকে সেলগুলো শাবল ও লোহার জিনিসপত্র দিয়ে ভেঙে কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করে। কিছু কারারক্ষীর কাছ থেকে চাবি নিয়েও সেলের তালা খোলা হয়।
খুব অল্প সময়ের মধ্যেই কয়েদিরা সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের নয় সদস্য ছিল; যাদের মধ্যে দুজন নারী।
দুই নারী জঙ্গি গ্রেপ্তারের পর সিটিটিসি প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা হওয়ায় তাদের নরসিংদী পাঠিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, সিটিটিসি ২০১৮ সালে নরসিংদীতে অপারেশন ‘গর্ডিয়ান নট’ নামে একটি অভিযান চালায়। সেসময় কয়েকজন জঙ্গি মারাও যায়। ওই ঘটনায় মেঘলা ও মৌ আত্মসর্মপন করেছিল। এরপর থেকে তারা কারাগারে আছে।