উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ আরও একটি ট্রাক উদ্ধার করেছে।
Published : 23 Jan 2024, 08:05 PM
মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার একাংশ দৃশ্যমান হয়েছে ছয়দিন পর। এদিন আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ের’ সাহায্যে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের ২০০ মিটার দূর থেকে রজনীগন্ধা ফেরির একাংশ টেনে তোলা হয়।
তিনি বলেন, “উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ আরও একটি ট্রাক উদ্ধার করেছে। এ নিয়ে মোট ছয়টি ট্রাক উদ্ধার হল।”
এছাড়া সোমবার উদ্ধার হওয়া রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবিরের লাশ তার পিরোজপুরের গ্রামে বাড়িতে দাফন করা হয়েছে বলে জানান খালেদ নেওয়াজ।
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরাণ ইমন জানান, ফেরি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘এয়ার লিফটিং’ ব্যাগ সংযোগ, হোস পাইপ দিয়ে পলি অপসারণসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
৫ দিন পর ভেসে উঠল ফেরির সহকারী মাস্টারের লাশ
ফেরি ডুবি: ‘সবাইকে ট্রলারে তুলে দিয়ে’ নিখোঁজ হলেন হুমায়ুন
ফেরি ডুবি: উদ্ধারকারী জাহাজ ‘রুস্তমের’ সঙ্গে আসছে ‘প্রত্যয়’ও
পাটুরিয়ায় ফেরি ডুবি: চতুর্থ দিনে চলছে উদ্ধার অভিযান
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
ডুবে যাওয়া ফেরি থেকে আরও এক ট্রাক উদ্ধার
ফেরি ডুবি: কভার্ড ভ্যান তুলে আনল হামজা
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটি
ডুবে যাওয়া ফেরি থেকে তোলার সময় ছিঁড়ে পড়ল ট্রাক
পাটুরিয়ায় যানবাহন নিয়ে ডুবেছে ফেরি, নিখোঁজ ১