“আমরা ভবনটির সিড়ি দিয়ে চারতলা পর্যন্ত উঠতে পেরেছিলাম৷ সিড়িতে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় ততদূর কোনো ভিক্টিমচিহ্ন পাওয়া যায়নি৷”
Published : 28 Aug 2024, 01:27 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস কারখানার আগুন পুরোপুরি নির্বাপন করা গেছে বলে জানালেও ভবনটিতে এখনো উত্তাপ থাকায় পানি ছিটিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা৷
তবে ভবনটি নাজুক অবস্থায় থাকায় আগুন লাগার চারদিন পরও উদ্ধার অভিযান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস৷
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (জোন-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, ‘টেকনিক্যাল এক্সপার্টের নিরীক্ষণ’ ছাড়া নাজুক ভবনটির ভেতরে ঢুকে হতাহত কেউ আছেন কিনা সে ব্যাপারে অনুসন্ধানে অভিযান শুরু করা যাচ্ছে না।
তিনি বলেন, “ভেতরে প্লাস্টিক, রাবারজাতীয় বস্তু থাকার কারণে প্রতিনিয়ত পানি ছিটিয়ে যাচ্ছি। তাছাড়া দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ভবনটি এখন অনিরাপদ। আমরা গণপূর্ত অধিদপ্তরের এক্সপার্ট টিমসহ সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শের অপেক্ষায় আছি৷ উপরের নির্দেশনা ছাড়া ভবনটিতে ঢুকে অনুসন্ধান চালানো যাচ্ছে না৷”
তিনি আরও বলেন, “গতকাল (মঙ্গলবার) সকালে আগুন নেভানোর পর ইনিশিয়ালি আমরা ভবনটির সিড়ি দিয়ে চারতলা পর্যন্ত উঠতে পেরেছিলাম৷ সিড়িতে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় ততদূর কোনো ভিক্টিমচিহ্ন পাওয়া যায়নি৷”
রোববার দিনভর লুটপাটের পর রাতে গাজী টায়ারসের কারখানার ছয়তলা ভবনটিতে আগুন দেওয়া হয়। তারপর দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টার দিকে সেই আগুন নেভানোর কথা জানায় ফায়ার সার্ভিস।
পরে দুপুরের দিকে ভবনটিতে উদ্ধার অভিযান চালানোর একটি পরিকল্পনা ছিল ফায়ার সার্ভিসের৷ এজন্য গণপূর্ত মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দলও সেখানে গিয়েছিল।
আরও পড়ুন-
গাজী টায়ারসে আগুন-লুটপাট: জেলা প্রশাসনের ৮ সদস্যের তদন্ত কমিটি
'আমার ভাইয়ের লাশটাও পাইতেছি না গো'
গাজী টায়ারস: ৩২ ঘণ্টা পর নিভেছে আগুন, ভবন ধসের শঙ্কা
কিন্তু প্রচণ্ড উত্তাপ ও কিছু অংশে আগুন জ্বলতে থাকার কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি৷ তারা ঢাকা ফিরে গেছেন। ফলে উদ্ধার অভিযানও শুরু করা যায়নি।
এর মধ্যে মঙ্গলবার বিকালের পর আবারও ভবনটিতে আগুন জ্বলে ওঠে৷ সন্ধ্যার পর রাতে সেই আগুনের তীব্রতা বাড়ে৷ তবে, রাতের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানান আব্দুল মন্নান৷
মঙ্গলবার নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ছাইফুল ইসলাম বলেছিলেন, “আগুনের তাপে ভবনটির বিভিন্ন অংশ খসে পড়ছে৷ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে৷ আগুন পুরোপুরি নিভে গেলে আমরা পর্যবেক্ষণ করব। ভবনটিতে প্রবেশ করে উদ্ধার অভিযান চালানো যায় কিনা সে ব্যাপারে তখন পরামর্শ দেব।”
এদিকে ভবনে অনুসন্ধান চালাতে না পারায় নিখোঁজদের বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য দিতে পারছে না ফায়ার সার্ভিস।
মঙ্গলবার জেলা প্রশাসন একটি তালিকা করার উদ্যোগ নিয়েছে জানালেও নিখোঁজের কোনো সংখ্যা গণমাধ্যমের কাছে প্রকাশ করছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা৷
আরও পড়ুন-
গাজী টায়ারস: মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো, তারপর লুটপাট-আগুন
গাজী টায়ার: ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নেভেনি
গাজী টায়ারস: ২১ ঘণ্টায়ও নেভেনি আগুন, লুটপাট চলছেই
ফলে নিখোঁজদের খোঁজে অপেক্ষমান স্বজনদের প্রতীক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ঘটনার চতুর্থ দিন বুধবার সকালেও কারখানার সামনে ও আশপাশের এলাকায় নিখোঁজদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।
রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী৷
তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় কিছু মানুষ নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে; পরে তারা তারাবো রূপসী এলাকায় গাজী টায়ারসের কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে৷
দিনভর লুটপাট চালিয়ে রাত ৯টার দিকে কারখানায় আগুন লাগিয়ে দেয় তারা।
এর আগে গণঅভ্যুত্থানের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক দফায় গাজীর রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন-
লুটপাট-অগ্নিসংযোগ: ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ার কারখানার আগুন