রোববার ভোরে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 25 Aug 2024, 09:58 PM
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে একটি হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী মোহাম্মদ মোহসীন রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানান।
তিনি বলেন, রূপগঞ্জ থানায় করা দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার ভোরে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে গুলি করে হত্যার অভিযোগে ২১ অগাস্ট করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করা হয়।
৫ অগাস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত রোমান মিয়ার খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জানান।
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে তৃতীয় দফায় সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
আরও পড়ুন:
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার
শিক্ষার্থী হত্যা মামলা: আসামি হাসিনা-কাদের-গাজীসহ ৪৫