ইজতেমার দ্বিতীয় পর্বে আসা পাঁচজনের মৃত্যু

এছাড়া ভোরে হেঁটে ইজতেমা ময়দানে আসার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজার এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2024, 04:05 PM
Updated : 8 Feb 2024, 04:05 PM

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা পাঁচ ব্যক্তি মারা গেছেন। 

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, বৃহস্পতিবার বিভিন্ন সময়ে বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন। এর মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।

এছাড়া এদিন হেঁটে ইজতেমায় আসার পথে বাসের ধাক্কায় আরেক বৃদ্ধা মারা গেছেন; আহত হয়েছেন তিনজন।  

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫) দুপুর ২টা ৫০ মিনিটে, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫) বিকাল ৩টা ৪০ মিনিটে এবং দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) বিকাল ৪টা ২০ মিনিটে মারা গেছেন।

বাসের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের 

ভোরে হেঁটে ইজতেমা ময়দানে আসার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজার এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

নিহত আবুল কাশেম (৬৫) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। 

আহতরা হলেন- একই এলাকার মিলন মাঝি (৬০), বাদশা মিয়া (৪৫) ও রাজু (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য জানিয়েছেন। 

এদিকে ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর হয়েছে। 

বাকি দুইজনের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাওয়ার পর তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সায়েম। 

আরও পড়ুন:

Also Read: ইজতেমায় সা’দের আসা নিয়ে যা বললেন ধর্মমন্ত্রী

Also Read: মাওলানা সা'দের তিন ছেলে ইজতেমা ময়দানে

Also Read: দ্বিতীয় পর্বের জন্য ইজতেমা ময়দান হস্তান্তর

Also Read: ইজতেমার দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা থাকবে: পুলিশ