রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Published : 12 Jan 2025, 03:02 PM
হিমালয়ের কন্যা বলে খ্যাত পঞ্চগড়ে তাপমাত্রা একটু বেড়েছে। তবে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। আর হাড় কাঁপানো শীতে দুর্ভোগও অব্যাহত আছে মানুষের।
মৃদু শৈত্যপ্রবাহের পর গত তিন দিন মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
তবে রোববার তা কেটে গিয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।
তিনি জানান, রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
যা শনিবার সকাল ৯টায় ছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শুক্রবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।
পুরানো খবর
পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট
পঞ্চগড়ে দিনে ঝলমলে রোদ, রাতে হাড় কাঁপানো ঠান্ডা
রোববার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় আগের দুদিনের চেয়ে তাপমাত্রার পারদ বেড়ে গেলেও কনকনে শীতের অনুভূতি অব্যাহত আছে। হালকা কুয়াশা ছড়ানো প্রকৃতিতে ঘণ্টায় ৮-৯ কিলোমিটার গতিতে বইছে হিমেল বাতাস। তবে বেলা বাড়ার পাশাপাশি বেড়েছে সূর্যের তাপের তীব্রতা।
শীতের তীব্রতায় বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষরা বলছেন, তাপমাত্রা ওঠানামা করছে। এই ঘন কুয়াশা, মেঘে ঢাকা থাকছে। আবার ভোরে সূর্য দেখা গেলেও হাড়কাঁপানো শীতে কাঁপতে হচ্ছে। কাজে সমস্যা হচ্ছে, বাতাসে মনে হচ্ছে বরফ ঝরছে।
বোদা পৌর শহরের কলেজপাড়া গ্রামের ভ্যান চালক আল মামুন বলেন, “গত তিন দিন ধরে ঠান্ডা বেশি হওয়ায় ভ্যানের যাত্রী কমে গিয়েছিল, আজ (রোববার) সকালে সূর্য ওঠায় যাত্রী সংখ্যা কিছু বেড়েছে।
জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাথর শ্রমিক হযরত বলেন, কত কয়েক দিন ধরে ঠান্ডার কারণে পাথর উত্তোলন করতে পারছেন না। এতে পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
এদিকে মানুষের পাশাপাশি তীব্র শীতে কষ্ট পাচ্ছে গৃহপালিত প্রাণীরাও। শীতের দাপট থেকে রক্ষা করতে গরু-ছাগলকে পরানো হচ্ছে পুরোনো কাপড় কিংবা চটের ব্যাগ।
এদিকে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ বেড়েছে। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালের বহির্বিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কেটে গিয়ে তাপমাত্রা বাড়লেও শীতের প্রকোপ এখনো কেটে যায়নি।
পুরানো খবর
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়
শীতের 'দাপটে কাঁপছে' পঞ্চগড়ের মানুষ
শীতে কাতর পঞ্চগড়-কুড়িগ্রামের জনজীবন
পঞ্চগড়ে আবার বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে