জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Published : 30 Dec 2024, 06:47 PM
পৌষের মাঝামাঝি এসে উত্তরের জেলা পঞ্চগড়ে আবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কয়েকদিন আগে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার তা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।
এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা ওঠা-নামা করায় জেলা ও উপজেলায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।
সোমবার সকাল ৯টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস।
এর আগে রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৯ ডিগ্রি; একই দিন বেলা ৩টায় যা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বোদা পৌরসভার সর্দারপাড়া গ্রামের দিনমজুর মোজাম্মেল ও জয়নুল জানান, দিন-রাত দুই রকম তাপমাত্রা অনুভব করছেন তারা। সন্ধ্যা থেকে পরের দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত কনকনে শীতে হাড় কাঁপছে তাদের। রাতে তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে আসছে এমন অনুভব করছেন তারা।
রাতে একাধিক কম্বল, লেপ নিলেও মনে হয় ঠান্ডা লাগে। উপায়ন্তর না পেয়ে সন্ধ্যা ও ভোরে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন তারা।
আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামের ইজিবাইক চালক দবিরুল বলেন, “দিনে রোদ পড়ায় বেশ ভালো লাগে। কিন্তু বিকাল হলেই আবার শুরু হয় বাতাস। সকালের দিকে হালকা কুয়াশা আর বাতাসের জন্য খুব ঠান্ডা লাগে। গাড়ির হ্যান্ডেল ধরা যায় না।”
দিনে ও রাতে দুই রকম তাপমাত্রার কারণে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। প্রতিনিয়ত হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পরিবেশ কর্মী তানভিরুল ইসলাম বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে দিন ও রাতের তাপমাত্রা দুই রকম হচ্ছে। দিনে গরম, রাতে প্রচুর ঠান্ডা। তাই পরিবেশ ও জলবায়ুর ওপর গুরুত্ব দিতে হবে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় গড় তাপমাত্রা (সর্বনিম্ন) ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়; যা আগের দিন সকালে ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি।
তবে দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) বেড়ে রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
এদিকে জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।