আবুল হাসনাত আব্দুল্লাহর বরিশাল-১ আসনে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
Published : 19 Nov 2023, 08:36 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
পাশাপাশি আলোচিত সংসদ সদস্য পঙ্কজ নাথের বরিশাল-৪ আসনে মনোনয়নপত্র কিনেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ।
মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন রোববার দুই নেতার পক্ষে তাদের সমর্থকরা তা সংগ্রহ করেন বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার জানিয়েছেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। রোববার বিকাল ৫টা পর্যন্ত বিক্রি হয়। বরিশাল বিভাগের ২১ আসনে ১৬৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বরিশালে ছয়টি, ভোলায় চারটি, পটুয়াখালীতে চারটি, বরগুনায় তিনটি, পিরোজপুরে তিনটি ও ঝালকাঠিতে দুটি করে আসন।
বলরাম পোদ্দার আরও জানান, প্রথম দিনে ৭৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে ৯০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশালের প্রভাবশালী রাজনীতিবিদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিগত নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরে মেয়র হন সাদিকের আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ, যিনি খোকন সেরনিয়াবাত নামে পরিচিত।
বেশ কিছুদিন ধরেই বরিশাল নগরীতে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে দেখতে চেয়ে পোস্টারিং করা হয়। মেয়র হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষের মাত্র পাঁচদিন আগে ৯ নভেম্বর তিনি পদ থেকে পদত্যাগ করেন। আগে থেকেই সাদিক আব্দুল্লাহর প্রার্থী হওয়ার বিষয়টি বরিশাল সদরের রাজনীতিতে বেশ জোরেসোরেই চলছিল।
বরিশালে সাদিক আব্দুল্লাহ কেন এবার বাদ?
পঙ্কজ-শাম্মী দ্বন্দ্ব কতদূর গড়াবে
এর মধ্যেই রোববার তিনি বরিশাল-৫ (সদর) আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাদিক আব্দুল্লাহ। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম। তিনিও মনোনয়নপত্র কিনেছেন। দুই নেতার অনুসারীদের মধ্যে বিরোধ বরিশাল নগরীর রাজনীতিতে প্রকাশ্য ব্যাপারই।
২০২১ সালের অগাস্টে বরিশাল উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের পোস্টার রাতের বেলায় ছেড়াকে কেন্দ্র করে তৎকালীন ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে মেয়র সাদিক আব্দুল্লাহর দ্বন্দ্ব হয়। ওই সময় ছাত্র ও যুবলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটে।
সাদিক আব্দুল্লাহর চাচা খোকন সেরনিয়াবাত মনোনয়ন নিয়ে আসার পর জাহিদ ফারুক শামীমের সমর্থকদের তার পাশে দাঁড়াতে দেখা গেছে। খোকন সেরনিয়াবাদ ও জাহিদ ফারুক শামীম একসঙ্গে অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গেছে।
এই অবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল সদরে কে নৌকার মনোনয়ন পাচ্ছেন সেই ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।
তবে এই দুই নেতার বাইরে এই আসন থেকে আরও যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলেন- মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), মো. মশিউর রহমান খান, মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা), অ্যাডভোকেট মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন, সাইদুর রহমান রিন্টু, এস এম জাকির হোসেন।
‘সোমবার মনোনয়নপত্র কিনবেন পঙ্কজ নাথ’
এদিকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি পাওয়া বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের আসনে প্রথমবারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ।
দীর্ঘদিন ধরেই দলীয় রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছেন মেহেন্দিগঞ্জ-হিজলার দুইবারের সংসদ সদস্য পঙ্কজ। এর মধ্যে জাতীয় নির্বাচনে আগে অক্টোবরের মাঝামাঝি এক অনুষ্ঠানে প্রতিপক্ষের নেতারা পঙ্কজের বিরুদ্ধে ‘দলীয় বিভক্তি ও নেতাকর্মীদের নির্যাতনের’ অভিযোগ এনে, এই আসনে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদকে মনোনয়নের দাবি জানিয়েছিলেন।
এর দুদিন বাদেই বুধবার পঙ্কজ দেবনাথ মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানে শাম্মী আহম্মেদের বাবা সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন আহম্মেদকে নিয়ে নানা মন্তব্য করেন; যার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়েছে।
কেন্দ্রীয় নেতা হলেও মাঠের নির্বাচনী রাজনীতিতে শাম্মী আহম্মেদ বিগত দিনে ততটা সক্রিয় ছিলেন না। কিন্তু নির্বাচনের আগ থেকে মেহেন্দীগঞ্জ ও হিজলা দুই উপজেলাতেই তিনি সময় দিচ্ছেন। রাজনীতিবিদ বাবার পরিচিত তাকে মাঠ রাজনীতিতে সুবিধা দিচ্ছে বলেও তার অনুসারীরা জানিয়েছেন।
শাম্মী আহম্মেদসহ আরও কয়েকজন রাজনীতিবিদ বরিশাল-৪ আসন থেকে মনোনয়নপত্র কিনলেও সংসদ সদস্য পঙ্কজ নাথ এখনও সংগ্রহ করেননি। তবে মেহেন্দিগঞ্জে পঙ্কজের অনুসারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।
এই আসনে আরও যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- হেমায়েতউদ্দিন খান, আফজালুল করিম, মেজর (অব.) নাসির উদ্দিন খান।
বরিশাল-১ আসনে কেউ মনোনয়নপত্র নেননি
বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি এই আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে সাংবাদিকদের কাছে মনোনয়নপত্র বিক্রির যে তালিকা পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে বরিশাল-১ আসনে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, “এই আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। এখনও সময় আছে। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন।”
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বরিশাল-২ আসনে। উজিরপুর-বানারীপাড়া আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১১ জন।
তারা হলেন- আবুল হাকিম সন্যামত, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান খান, সৈয়দা রুবিনা মীরা, মনিরুল ইসলাম, মো. শাহে আলম, সুভাষ চন্দ্র হালদার, তালুকদার মো. ইউনুস, মুহাম্মদ আনিসুর রহমান, গোলাম ফারুক, এম মোয়াজ্জেম হোসেন।
বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- ড. মোহাম্মদ আমিনুল হক কবির, মো. শাফায়েত হোসেন, মিজানুর রহমান, আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুল আলম, আসাদুল হক, কাজী ইমদাদুল হক, সিরাজ উদ্দীন আহমেদ।
বরিশাল-৬ আসন থেকে খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মেদ তালুকদার, আব্দুল হাফিজ মল্লিক, মোহাম্মদ শামসুল আলম, শাহনাজ পারভীন রানী, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, লোকমান হোসেন ডাকুয়া।
আরও পড়ুন-
ভোটে চাচার বিপক্ষে ‘যাবেন না’ সাদিক আব্দুল্লাহ
‘অপরিচিত’ খায়ের আব্দুল্লাহর মনোনয়নে আওয়ামী লীগের আনন্দ মিছিল
বরিশাল সিটি নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে চাচা-ভাতিজা
বরিশাল বিভাগীয় কমিশনারের বাড়িতে ‘সমঝোতা’ বৈঠকে মেয়র সাদিক আবদুল্লাহ