পরে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান।
Published : 14 Mar 2023, 04:39 PM
শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ-হামলা-অগ্নিসংযোগের ঘটনায় কাজ শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া স্থান পরিদর্শন করেন।
এ সময় তদন্ত কমিটির প্রধান অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, তারা সব ঘটনাস্থল পরিদর্শন করবেন। বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ও আশপাশে ঘুরে দেখে তদন্ত কাজ শুরু হয়েছে। পরে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কমিটির সদস্য সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, সহকারী প্রক্টর আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ সরকার ও সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়াদ্দার।
বাসের যাত্রী একজন শিক্ষার্থীর সঙ্গে পরিবহন শ্রমিকদের ভাড়া ও সিটে বাস নিয়ে কথা কাটাকাটির জেরে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইট সংলগ্ন এলাকায় সংঘর্ষের সূচনা হয়। চার ঘণ্টা থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটের পাশে সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েকটি দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু দোকানে হামলার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে বিনোদপুর গেইট সংলগ্ন পুলিশ বক্সেও। সেখানে পুলিশের একটিসহ মোট মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এতে আহত হয় দুই শতাধিক।
এর জের ধরে পরদিন রোববার শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে সিনেট ভবনে অবরুদ্ধ করে রাখে। পরে ছাত্রলীগের নেতাকর্মী তাকে বাসভবনে নিয়ে যায়। সেখানে শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় কিছু শিক্ষার্থীকে মাঠ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে গিয়ে ভাঙচুর করতে দেখা যায়। দুপুরের পরও কয়েকজনকে সেখানে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। দুপুরের পর থেকে সারাদিন কয়েকজনকে সেখানে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। সন্ধ্যার দিকে সংখ্যায় বেড়ে তারা চারুকলার দিকে চলে আসেন।
তার কিছু পরেই ক্যাম্পাসের পাশে রেললাইনে আগুন দেওয়া হয়। এ সময় কিছু শিক্ষার্থী চারুকলা অনুষদের আঙ্গনে থাকা কাঠের ভাস্কর্য, শোভাযাত্রার বড় রেপ্লিকা এনে আগুনে পুড়িয়ে দেয়। কয়েকজনকে রেলের স্লিপারও তোলার চেষ্টা করতে দেখা গেছে।
এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ ও রেলওয়ে বাদী হয়ে তিনটি মামলা করেছে।
আরও পড়ুন:
মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষায় ফিরছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবিতে সংঘর্ষ: ৩০০ জনের বিরুদ্ধে এবার পুলিশের মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ তদন্তে তিন সদস্যের কমিটি
ছাত্রলীগের সহায়তায় ২ ঘণ্টা পর মুক্ত রাবি ভিসি, বিক্ষোভ অব্যাহত
সংঘর্ষে আহত ৯২ রাবি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, আইসিইউতে ১
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান রাবি শিক্ষার্থীদের, তালা প্রশাসন ভবনে
সংঘর্ষ-হামলা-আগুনে রণক্ষেত্র রাবি এলাকায় বিজিবির টহল, ক্যাম্পাসে উত্তেজনা
শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ: রাজশাহী মেডিকেলে আহত দেড় শতাধিক
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ-আগুনের পর বিজিবি মোতায়েন
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত
রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, পুলিশ বক্স-দোকানপাটে আগুন
শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে: রাবির সাত ছাত্র সংগঠন
রেললাইনে আগুন, দিনভর ভাঙচুরে বহিরাগতরা; সন্দেহ রাবি উপাচার্যের