সোমবার সংবাদ সম্মেলেনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
Published : 13 Mar 2023, 05:52 PM
স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পরীক্ষা ও ক্লাসে ফিরছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সোমবার দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
তিনি বলেন, “একটা প্রশ্ন মাঝেমধ্যেই আমাকে শুনতে হচ্ছে যে, ক্লাস-পরীক্ষা কবে থেকে আবার চালু হবে? একটা বিশেষ পরিস্থিতিতে দুইদিন ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছিলো শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে। আগামীকাল থেকে আবার যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে।”
বাসের যাত্রী একজন শিক্ষার্থীর সঙ্গে পরিবহন শ্রমিকদের ভাড়া ও সিটে বাস নিয়ে কথা কাটাকাটির জেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইট সংলগ্ন এলাকায় সংঘর্ষের সূচনা হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটের পাশে সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েকটি দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু দোকানে হামলার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে বিনোদপুর গেইট সংলগ্ন পুলিশ বক্সেও। সেখানে পুলিশের একটিসহ মোট মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
চার ঘণ্টার অধিক চলা সংঘর্ষের সময় ইট-পাটকেল, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেটের আঘাতে আহত হয় দুই শতাধিক। এর মধ্যে ৯২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার রাতেই “উদ্ভূত পরিস্থিতিতে’ রোব ও সোমবারের সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ছাত্রলীগের সহায়তায় ২ ঘণ্টা পর মুক্ত রাবি ভিসি, বিক্ষোভ অব্যাহত
সংঘর্ষে আহত ৯২ রাবি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, আইসিইউতে ১
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান রাবি শিক্ষার্থীদের, তালা প্রশাসন ভবনে
সংঘর্ষ-হামলা-আগুনে রণক্ষেত্র রাবি এলাকায় বিজিবির টহল, ক্যাম্পাসে উত্তেজনা
শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ: রাজশাহী মেডিকেলে আহত দেড় শতাধিক
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ-আগুনের পর বিজিবি মোতায়েন
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত
রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, পুলিশ বক্স-দোকানপাটে আগুন