এ সময় সাংবাদিকদের কাছে এই উপ-নির্বাচন স্থগিতের দাবি জানান মেহেরুন।
Published : 01 Feb 2023, 05:04 PM
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনকে ‘অসুষ্ঠু এবং অসুস্থ’ বলে উল্লেখ করে 'নিখোঁজ' স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন নিছা।
বুধবার দুপুর সোয়া ১টায় আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। তবে 'অনিয়ম দেখে' ভোট না দিয়েই কেন্দ্র ছেড়ে চলে যান তিনি।
যাওয়ার সময় মেহেরুন নিছা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “আমি এই কেন্দ্রে এসে দেখলাম, ভোটারের ফিঙ্গার রেখে অন্যরা ভোট চেপে দিচ্ছে। যতটুকু খবর পেয়েছি, সব কেন্দ্রেই এমন হচ্ছে এবং আমার কর্মীদেরকে বের করে দিচ্ছে। এজেন্টদেরকেও ঢুকতে দিচ্ছে না।
“আমি মনে করি, এটা অসুস্থ নির্বাচন। যেহেতু নির্বাচনটা সুষ্ঠু না, সেহেতু আমাদের রেজাল্টটা কী আসবে আপনারা বুঝতে পারছেন।”
উকিল সাত্তারের আসনে ভোটার উপস্থিতি কম, আসিফেরও ‘খোঁজ নেই’
ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনের ‘নিখোঁজ’ প্রার্থীকে উদ্ধারের নির্দেশ ইসির
যদি সুষ্ঠু ভোট হতো, তাহলে আসিফ আহমেদ বিপুল ভোটে বিজয়ী হতো উল্লেখ করে মেহেরুন বলেন, “উনি (আসিফ আহমেদ) ছিলেন উকিল আব্দুস সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী। আমাদের কর্মীরা এখনও মাঠের বাইরে। এ অবস্থায় আমি আর কী বলতে পারি! এটা কী নির্বাচন? ভোটের এই পরিবেশ দেখে আমি ভোট দেইনি।“
এ সময় সাংবাদিকদের কাছে এই উপ-নির্বাচন স্থগিতের দাবি জানান মেহেরুন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন- জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মৃধা, আবদুস সাত্তার ভূঞা (উকিল আবদুস সাত্তার), আবু আসিফ আহমেদ।
আওয়ামী লীগ ভোটে অংশ না নিলেও নেতাকর্মীরা সমর্থন দিচ্ছেন পাঁচবারের এমপি উকিল সাত্তারকে, যিনি প্রতিবার ধানের শীষ নিয়ে জিতেছেন।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য সংসদ সদস্যদের মত সাত্তারও পদত্যাগ করেন। তবে ফাঁকা আসনে উপনির্বাচনে দাঁড়াতে দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন তিনি।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসিফকে, ভোটের দিনও যার হদিস মেলেনি।
গত ২৭ জানুয়ারি থেকে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ 'নিখোঁজ' আছেন বলে দাবি করেছে পরিবারের। আসিফের সন্ধান ও সুষ্ঠু নির্বাচন চেয়ে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তার স্ত্রী মেহেরুন নিছা।
তবে মঙ্গলবার নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, আসিফ নিজেই নিজেকে লুকিয়ে রেখেছেন বলে তার ধারণা।
আসিফের স্ত্রী মেহেরুন্নিসা তার স্বামীর অন্তর্ধানের জন্য পুলিশের দিকে ইঙ্গিত করলেও আনিছুর বলছেন, এর সঙ্গে ‘সরকারি কোনো বাহিনী জড়িত নয়’ বলে তারা জানতে পেরেছেন।
গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরদিন তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
আরও খবর-
ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনের প্রার্থী 'নিখোঁজ'
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটে আছেন আওয়ামী লীগের মঈন, সাবেক এমপি জিয়াউল
সরকার উকিল আব্দুস সাত্তারকে চাপ দিয়ে নির্বাচনে এনেছে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের বাতিল
মনোনয়নপত্র জমা দিলেন উকিল আব্দুস সাত্তার
পদত্যাগী উকিল আব্দুস সাত্তারকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা বিএনপির