রাবি ক্যাম্পাসের দোকান রাত সাড়ে ৮টায় বন্ধের নির্দেশ

রাত সাড়ে আটটার মধ্যে দোকানপাট বন্ধ না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 03:52 PM
Updated : 14 March 2023, 03:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখতে এবং বহিরাগতদের নিয়ন্ত্রণে ক্যাম্পাসে রাত সাড়ে ৮টার মধ্যে অভ্যন্তরীণ দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. জাহিদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মঙ্গলবার রাত সাড়ে ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, “ক্যাম্পাসের অভ্যন্তরে দোকানগুলো রাতে বেশি সময় ধরে খোলা থাকায় বহিরাগতদের আনাগোনা বেশি থাকে। শিক্ষার্থীরাও চায় যেন বহিরাগতদের আনাগোনা কম থাকুক। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাসের যাত্রী একজন শিক্ষার্থীর সঙ্গে পরিবহন শ্রমিকদের ভাড়া ও সিটে বাস নিয়ে কথা কাটাকাটির জেরে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইট সংলগ্ন এলাকায় সংঘর্ষের সূচনা হয়। চার ঘণ্টা থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটের পাশে সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েকটি দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিছু দোকানে হামলার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে বিনোদপুর গেইট সংলগ্ন পুলিশ বক্সেও। সেখানে পুলিশের একটিসহ মোট মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এতে আহত হয় দুই শতাধিক।

আরও পড়ুন:

Also Read: সংঘর্ষের স্থান পরিদর্শনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি

Also Read: মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষায় ফিরছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

Also Read: রাবিতে সংঘর্ষ: ৩০০ জনের বিরুদ্ধে এবার পুলিশের মামলা

Also Read: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ তদন্তে তিন সদস্যের কমিটি

Also Read: ছাত্রলীগের সহায়তায় ২ ঘণ্টা পর মুক্ত রাবি ভিসি, বিক্ষোভ অব্যাহত

Also Read: সংঘর্ষে আহত ৯২ রাবি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, আইসিইউতে ১

Also Read: উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান রাবি শিক্ষার্থীদের, তালা প্রশাসন ভবনে

Also Read: রাবি থমথমে, মহাসড়ক বন্ধ

Also Read: সংঘর্ষ-হামলা-আগুনে রণক্ষেত্র রাবি এলাকায় বিজিবির টহল, ক্যাম্পাসে উত্তেজনা

Also Read: শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ: রাজশাহী মেডিকেলে আহত দেড় শতাধিক

Also Read: রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ-আগুনের পর বিজিবি মোতায়েন

Also Read: স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত

Also Read: রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, পুলিশ বক্স-দোকানপাটে আগুন

Also Read: শিক্ষা‍র্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে: রাবির সাত ছাত্র সংগঠন

Also Read: রেললাইনে আগুন, দিনভর ভাঙচুরে বহিরাগতরা; সন্দেহ রাবি উপাচার্যের