রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই।
Published : 09 Nov 2023, 04:12 PM
নারিকেল তেলে আছে আর্দ্রতারক্ষাকারী উপাদান, অ্যালো ভেরাতে আছে আরাম ও আরোগ্য করার ক্ষমতা, মধু উজ্জ্বল ও সতেজভাব আনে।
গোলাপ-জল এমন একটা প্রাকৃতিক, মৃদু ও আর্দ্রতারক্ষাকারী উপাদান যা ত্বক পরিচর্যায় অনন্য।
গোলাপের পাপড়ি ভাপে পরিশোধনের মাধ্যমে গোলাপ-জল তৈরি করা হয়। এর মানে হল গোলাপের পাপড়ি পানিতে ফোটানোর পরে যে বাষ্প হয় তা ঠাণ্ডা করার পরে যে জলীয় অংশ পাওয়া যায় তা-ই গোলাপ-জল।
রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘ফেইস রিয়েলিটি স্কিনকেয়ার’য়ের নিবন্ধিত সৌন্দর্য-বিশেষজ্ঞ ও প্রধান প্রশিক্ষক অ্যালেক্স হার্নানদেজ বলেন, “সৌন্দর্যচর্চায় ‘রোজ হাইড্রোসল’য়ের ব্যবহার গোলাপ ডিস্টিলেট নামে পরিচিত।”
ক্রিম, লোশন থেকে শুরু করে মিস্ট বা টোনারেও এর ব্যবহার রয়েছে। এছাড়া চাইলে সরাসরি গোলাপ-জল ত্বকে ব্যবহার করা যায়।
উপকারিতা
নানান প্রসাধনীতে গোলাপ-জলের ব্যবহার ত্বকের সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখে।
আর্দ্রতারক্ষাকারী: ত্বক আর্দ্র রাখে। তাই মিস্ট, টোনার বা ক্রিম হিসেবে ব্যবহার করা যায়।
প্রদাহনাশক: গোলাপ-জলের প্রদাহনাশক গুণাগুণ ত্বকের লালচেভাব বা জ্বলুনি কমায় এবং ব্রণ, ডার্মাটাইটিস ও একজিমা সারাতে ভূমিকা রাখে বলে জানান, ‘ফ্রি+ট্রু’য়ের প্রতিষ্ঠাতা ও নিবন্ধিত মার্কিন সৌন্দর্য-বিশেষজ্ঞ ট্যামি ব্লেক।
বয়সের ছাপ কমায়: হার্নান্দেজ বলেন, “গোলাপ-জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ‘প্লাম্পিং পাউডার’ যা বয়সের ছাপ ধীর করতে সহায়তা করে।
ত্বকে ভারসাম্য রক্ষা: প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে গোলাপ-জল। পিএইচ’য়ের ভারসাম্য রক্ষা করে মসৃণ, কোমল ও আর্দ্র ত্বক পেতে সহায়াত করে।
কোন ধরনের ত্বকে গোলাপ-জল ব্যবহার করা যাবে?
গোলাপ-জল মৃদু যা সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী।
অ্যারিজোনা’তে অবস্থিত ‘ডার্মাক্রাশ মেডিকেল অ্যাস্থেটিক্স’য়ের সভাপতি ও পরিচালক ম্যারি বেইকার বলেন, “সংবেদনশীল, শুষ্ক বা ত্বকে জ্বলুনি বা লালচেভাবের সমস্যা আছে এমন যে কেউ গোলাপ-জল ব্যবহার করতে পারেন।”
তিনি আরও বলেন, “এটা মৃদু ও আরোগ্যক্ষমতা সমৃদ্ধ যা সংবেদনশীল ত্বক, বিশেষত লালচেভাব ও জ্বলুনি আছে এমন ত্বকের জন্য উপকারী। তাছাড়া আর্দ্রতা রক্ষাকারী গুণাগুণ থাকায় শুষ্ক ত্বকের অধিকারীরাও গোলাপ-জল ব্যবহার করতে পারেন।”
বেইকার আরও যোগ করেন, “যাদের ত্বক স্বাভাবিক ও মিশ্র তারাও এই প্রাকৃতিক উপাদান ব্যবহারের উপকৃত হবেন।”
মিশ্র ত্বকে গোলাপ-জল ব্যবহারের ক্ষেত্রে শুষ্ক অংশ আর্দ্র রাখতে এবং সংবেদনশীল স্থান আরামদারক করতে সাহায্য করে। তাছাড়া এটা তৈলাক্ত অংশের বাড়তি তেল কমাতে পারে।
যেভাবে রূপচর্চায় ব্যবহার করতে হয়
বেইকার বলেন, “তরল বা মিস্ট হিসেবে গোলাপ-জল ব্যবহার ত্বকের প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। পিএইচ’য়ের ভারসাম্য বজায় রাখে, সতেজভাব আনে এবং মেইকআপের পরে এর ব্যবহার ত্বকে চকচকে আভা ফুটিয়ে তোলে।”
এছাড়াও কেউ চাইলে গোসলের সময় গোলাপ-জল ব্যবহার করতে পারেন। অন্যদিকে ক্রিম, লোশন বা পরিষ্কারক হিসেবেও যে কোনো প্রসাধনীতে ব্যবহার করা যায়।
আরও পড়ুন