হাজারো ভক্তর সামনে অমিতাভ যখন যান, তখন তিনি জুতো পরেন না, যান খালি পায়ে।
Published : 26 Jun 2023, 03:36 PM
বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের জন্য রোববার দিনটি বিশেষ কিছু। কারণ ভারতের সাপ্তাহিক ছুটির এই দিনটিতে অমিতাভ তার বাংলো ‘জলসা’র বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে তিনি এই রীতি চালু রেখেছেন।
এবারও তাই করেছেন, কিন্তু দীর্ঘদিনের চর্চিত একটি রীতি ভেঙেছেন তিনি। কি সেই রীতি?
টাইমস অব ইন্ডিয়া বলছে, হাজারো ভক্তর সামনে অমিতাভ যখন যান, তখন তিনি জুতা পরেন না; যান খালি পায়ে।
কিন্তু এবারে ‘জলসা’র বাইরে অমিতাভকে ভক্তরা পেয়েছেন জুতো পরা অবস্থায়।
হঠাৎ করে অমিতাভের পায়ে জুতো কেন, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন তার ব্লগে। আসলে আগেরদিন দিনভর শুটিং করে পায়ে ফোস্কা পড়েছিল ‘বিগ বি’র পায়ে। বাড়তি সতর্কতা হিসেবে তাই ভক্তদের সামনে জুতা পরে হাজির হয়েছিলেন।
“পায়ে ফোস্কা পড়েছে। গতকাল ফোস্কা পড়া পায়ে জুতো পরে সারাদিন বাইরে ছিলাম, যা তা অবস্থা দাঁড়িয়েছে। অগত্যা..। আগামীতে ঠিক আগেরবারের মত করে দেখা হবে আশা করি,” টুইটারে লিখেছেন তিনি।
এর আগে খালি পায়ে ভক্তদের সামনে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় তীর্যক সমালোচনায় বিদ্ধ হয়েছেন অমিতাভ।
বাড়ির সামনে তার খালি পায়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল করে সমালোচনাকারীরা বলেছিল, “আপনি এসব বাদ দিয়ে খালি পায়ে মন্দিরে যান।”
সেসব কথার জবাবে বর্ষীয়ান এই অভিনেতা বলেছিলেন, “যার কাছে যেটা মন্দির।”
গত বছর ‘উঁচাই’ করার পর, অমিতাভ দক্ষিণী নির্মাতা নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ের সময়ে গুরুতর আহত হয়ে কয়েকমাস বাড়িতে বিশ্রামে ছিলেন। সুস্থ হয়ে কয়েকমাস ধরে ফেরে পুরোদমে কাজে নেমেছেন তিনি।
‘প্রজেক্ট কে’ মুক্তি পাবে আগামী বছরের ১২ জানুয়ারি। এই সিনেমায় দীপিকা পাড়ুকোন ও প্রভাস জুটি বেঁধেছেন, আরও আছেন দিশা পাটানি।
এছাড়া বাঙালি নির্মাতা ঋভু দাশগুপ্তের ‘সেকশন ৮৪’ সিনেমাতেও কাজ শুরুর করার কথা রয়েছে অমিতাভের।
শুরুতে নায়ক হিসেবে ধরা হত না অমিতাভকে: প্রেম চোপড়া
স্ত্রী যাই বলুক তাই ঠিক- এই মন্ত্র মেনে চলেন অমিতাভ?
৩২ বছর পর ফের এক সিনেমায় রজনীকান্ত-অমিতাভ
সময়মতো শুটিংয়ে পৌঁছতে ভক্তের বাইকে অমিতাভ
ফেলুদা চরিত্র ‘ফিরিয়ে দিয়েছিলেন’ অমিতাভ
৩২ বছর পর ফের এক সিনেমায় রজনীকান্ত-অমিতাভ
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘বিগ বি’
নেশামুক্তির উপায় জানালেন অমিতাভ
‘নীল টিক’ ফিরে পেয়ে অমিতাভ বললেন, ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ক মাস্ক’