অচেনা সেই ভক্তকে কৃতজ্ঞতা জানিয়েছেন অমিতাভ।
Published : 15 May 2023, 05:21 PM
সময় নিয়ে বরাবরই খুঁতখুঁতে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। শুটিং বা পার্টি, সবখানে সময়ের আগে পৌঁছনো চাই তার। বয়স আশি পেরিয়েও সময়ানুবর্তিতার সে স্বভাব টলেনি একটুও। তাই কদিন আগে শুটিং সেটে পৌঁছতে রাস্তায় যখন যানজটে আটকে গিয়েছিলেন, সে সময় হেলমেট ছাড়াই এক ভক্তের মোটর বাইকে চেপে বসেন বিগ বি।
এই খবর অমিতাভ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবর এসেছে।
বাইকে চড়া একটি ছবি ইনস্টগ্রামে শেয়ার করে অচেনা সেই ভক্তকে কৃতজ্ঞতা জানিয়েছেন অমিতাভ।
ছবিতে বাইকের পেছনের সিটে বসে থাকতে দেখা গেছে অমিতাভকে। তিনি কালো টি শার্টের উপরে একটি খয়েরি রঙের ব্লেজার ও নীল জিন্স পরেছিলেন। চোখে এঁটেছিলেন চিরাচরিত চশমা ও পায়ে ছিল সাদা স্নিকার। আর চালকের পরনে ছিল হলুদ পলো শার্ট ও হাফ প্যান্ট।
অমিতাভ লেখেন, “এই সফরের জন্য ধন্যবাদ আপনাকে ভাই। আপনি জানেন না কতটা কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি ঠিকঠাক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছে দিয়েছেন আমাকে। এই ভয়ঙ্কর জ্যাম উপেক্ষা করে আমায় এভাবে পৌঁছানোর জন্য অনেক ধন্যবাদ হলুদ রঙের টিশার্ট, শর্টস ও টুপি পরা ভাই আমার।”
অভিনেতা রোহিত বোস ছবির নিচে মন্তব্য করেছেন, “পৃথিবীর সব থেকে মজার মানুষদের একজন তিনি (অমিতাভ)।
অভিনেত্রী সায়নী গুপ্তার মন্তব্য, “আগেই শুনেছিলাম, মিস্টার বচ্চন অত্যন্ত সময় মেনে চলেন। আজ সেটাকে স্পষ্ট দেখলাম।”
তবে হেলমেট ছাড়া বাইকে ওঠার জন্য কটাক্ষের শিকারও হয়েছেন অমিতাভ। এক ব্যক্তি লিখেছেন, “কাজে যাওয়ার এত তাড়া যে হেলমেট পরতে পারেননি।”
শরীর কিছুটা সারায় কিছুদিন আগেই কাজে ফিরেছেন অমিতাভ।
চলতি বছরের শুরুতে হায়দরাবাদে নতুন সিনেমা ‘প্রজেক্ট কে’র অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। দারুণ চোট পান পাঁজরে।
হাসপাতালে অল্পদিন থাকলেও দীর্ঘসময় বাড়িতে শুয়ে বসে থাকতে হয়েছে তাকে। মাঝে একবার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একদিনের জন্য অমিতাভ বাইরে বের হলেও ফের তিনি অসুস্থ হয়েছিলেন।
দক্ষিণী নির্মাতা নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ মুক্তি পাবে আগামী বছরের ১২ জানুয়ারি। এই সিনেমায় দীপিকা পাড়ুকোন ও প্রভাস জুটি বেঁধেছেন, আরও আছেন দিশা পাটানি।
এছাড়া বাঙালি নির্মাতা ঋভু দাশগুপ্তের ‘সেকশন ৮৪’ সিনেমাতেও কাজ শুরুর করার কথা রয়েছে অমিতাভের।