বলিউডের বিগ বি এর হেলমেট কাহিনি তাহলে এতদূর গড়াল। শেষ পর্যন্ত কি না পুলিশ হেফাজতেই যেতে হল।
সাম্প্রতিক ঘটনায় জেরে জরিমানার মধ্যে এবার তার পোস্ট করা নতুন একটি ছবি দিয়ে ভক্তদের এমন এক দ্বিধায় ফেলেছেন অমিতাভ বচ্চন।
তবে ভক্তরা জানেন গুরুগম্ভীর মুখাবয়বে শিশু মন নিয়ে চলেন বলিউড শাহেনশা। বয়স আশি পেরিয়েও রসিক স্বভাব কমেনি একটুও। যেন এরই প্রমাণ দিতে সোশাল মিডিয়ায় ভুয়া গ্রেপ্তার হওয়ার খবর জানালেন তারকা এ অভিনেতা।
শুক্রবার সকালে পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো নিজের একটা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অমিতাভ বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ক্যাপশনে লিখেছেন, ‘‘গ্রেপ্তার হলাম!’’
ছবিতে পুলিশের গাড়ির সামনে বিমর্ষ চেহারায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। ভক্তদের কেউ কেউ তা দেখে বিভ্রান্ত হলেও বেশির ভাগই বুঝেছেন, মজা করতেই এমন একটি ছবি শেয়ার করেছেন বিগ বি।
কিছুদিন আগে সময়মত শুটিং সেটে পৌঁছুতে যানজট এড়াতে এক ভক্তের মোটরসাইকেলে উঠে বসেছিলেন তিনি। সময়মত ও নিরাপদে পৌঁছেও গিয়েছিলেন।
অচেনা সেই ভক্ত চালকের সঙ্গে মুম্বাইয়ের চিরচেনা যানজট এড়াতে বাইকে চড়ার সেই ছবি পোস্ট করার পরই পড়েন বিপত্তিতে। বিনা হেলমেটে মোটরসাইকেল চড়ার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল মুম্বাই পুলিশ।
ইনডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিন পাঁচেক আগে শুটিং সেটে পৌঁছাতে রাস্তায় যখন যানজটে আটকে গিয়েছিলেন, সেসময় হেলমেট ছাড়াই এক ভক্তের মোটরবাইকে চেপে বসেন তিনি। আর সেই ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়।
এর পরপরই ছবিটি ভাইরাল হলে হেলমেট না পরার কারণে ট্রলেরও শিকার হন বিগ বি। বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী মুম্বাই পুলিশকে ট্যাগ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পুলিশ তাদের আশ্বাস দিয়ে জবাবে লিখেছে, “আমরা ট্রাফিক শাখাকে বিষয়টি জানাচ্ছি।”
আগামীতে এ অভিনেতাকে দক্ষিণী নির্মাতা নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ দেখা যাবে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ১২ জানুয়ারি। এতে দীপিকা পাড়ুকোন ও প্রভাস জুটি বেঁধেছেন, আরও আছেন দিশা পাটানি।
এছাড়া বাঙালি নির্মাতা ঋভু দাশগুপ্তের ‘সেকশন ৮৪’ সিনেমাতেও কাজ শুরুর কথা রয়েছে অমিতাভের।