টুইটার প্রধান ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়ে অমিতাভ গেয়েছেন এ গান।
Published : 22 Apr 2023, 01:13 PM
, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
টুইটারে হারিয়ে যাওয়া ‘নীল টিক’ ফিরে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
আর তাতে হিন্দি সিনেমার বহুল পরিচিত গানের কলির অনুকরণে টুইটার প্রধান ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়ে অমিতাভ লিখেছেন, “তু চিজ বাড়ি হ্যায় মাস্ক মাস্ক”।
এনডিটিভি জানিয়েছে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে, শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়াসহ হিন্দি সিনেমার অনেক তারকা তাদের টুইটার একাউন্ট থেকে নীল টিক হারান গত দুই দিনে।
কেবল বলিউডের তারকারাই নন, নিজস্ব প্ল্যাটফর্মের হাজার হাজার অ্যাকাউন্ট থেকে নীল রঙের যাচাইকরণ চিহ্ন মুছে ফেলতে শুরু করে টুইটার।
নীল টিক ফিরে পেয়ে অমিতাভ লিখেছেন, “হে মাস্ক ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। নীল টিক আমার নামের সামনে অবশেষে যোগ করা হয়েছে। এখন আমি তোমাকে কি বলবো ভাই? আমার একটা গান গাইতে ইচ্ছে করছে, তুমি কি শুনতে চাও? ঠিক আছে শোনো "তু চিজ বদি হ্যায় মাস্ক মাস্ক... তু চিজ বাড়ি হ্যায় মাস্ক "।
টুইটারে বেশ নিয়মিত অমিতাভ বচ্চন। রোজ ব্লগ লেখেন তিনি। বিশেষ করে শারীরিক অসুস্থতার কারণে এই অবসর সময়ে সোশাল মিডিয়ার এ মাধ্যমটি তার জন্য গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছিলেন অমিতাভ।
নীল টিক হারানোর প্রতিক্রিয়ায় অমিতাভ বলেছিলেন, 'এ টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও। যাতে মানুষ বুঝতে পারে আমিই অমিতাভ বচ্চন। হাতজোড় তো করেই নিয়েছি আমি। এবার কি পা জোড়ও করতে হবে?'
T 4624 -
— Amitabh Bachchan (@SrBachchan) April 21, 2023
ए Musk भैया ! बहुत बहुत धन्यवाद देत हैं हम आपका !
उ , नील कमल ✔️ लग गवा हमार नाम के आगे !
अब का बताई भैया ! ????
गाना गये का मन करत है हमार !
सनबो का ?
इ लेओ सुना :
"तू चीज़ बड़ी है musk musk ... तू चीज़ बड़ी है, musk " ????
পরিচিত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের সঠিক অ্যাকাউন্ট শনাক্তে টুইটার প্রথম ‘ব্লু চেক মার্ক’ পদ্ধতি শুরু করে ২০০৯ সালে। পরে, এই চিহ্ন প্ল্যাটফর্মে একটি ‘মর্যাদার প্রতীক’ হিসেবে বিবেচিত হতে শুরু করে।
নতুন ‘টুইটার-ভার্সে’ মাস্ক চান ব্যবহাকারী যেন এই সুবিধার জন্য অর্থ খরচ করেন। কোম্পানিকে লাভজনক অবস্থায় পৌঁছানোর লক্ষ্যে ইলন মাস্কের প্ল্যাটফর্ম ঢেলে সাজানোর প্রচেষ্টা হিসেবে এই চিহ্ন মুছে ফেলার পদক্ষেপ নেওয়া হয়।