‘লাল সালাম’ নিয়ে কচ্ছপ গতিতে রজনীকান্ত

গেল ৯ ফেব্রুয়ারি রজনীকান্তের ‘লাল সালাম’ মুক্তির পর এ কদিনে সিনেমাটি ঘরে তুলেছে মাত্র ২৭ কোটি রূপি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2024, 05:29 AM
Updated : 18 Feb 2024, 05:29 AM

ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণী ইন্ডাস্ট্রির যে মহাতারকার সিনেমা মানে রাজ্যে রাজ্যে উৎসব, এমনকি ছুটিও; সেই রজনীকান্তের বছরের প্রথম সিনেমা মুখ থু্বড়ে পড়েছে বক্স অফিসে।

গেল ৯ ফেব্রুয়ারি রজনীকান্তের ‘লাল সালাম’ মুক্তির পর এ কদিনে সিনেমাটি ঘরে তুলেছে মাত্র ২৭ কোটি রুপি। এর মধ্যে ভারত থেকে রোজগার হয়েছে ১৫ কোটি।

হিন্দুস্তান টাইমস লিখেছে, এই আয় ‘লাল সালাম’ সিনেমায় রজনীকান্তের পারিশ্রমিকের তুলনায় ‘নস্যি’।কারণ মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের পরিচালনায় এ সিনেমায় ‘মঈদীন ভাই’ নামের ক্যামিও চরিত্র করতে তিনি পারিশ্রমিক নিয়েছেন ৪৫ কোটি রুপি।

মুক্তির দিনে ‘লাল সালাম’ দেশজুড়ে আয় করেছিল ৩ কোটি ৫৫ লাখ রুপি, পরদিন ৩ কোটি ২৫ লাখ। এরপর কয়েকদিন আয় হয়েছে কোটির ঘরে। এখন সিনেমাটির দৈনিক রোজগার নেমেছে কোটির নিচে।

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাতের গল্পের এই সিনেমায় রজনীকান্তকে মূল চরিত্রে পাওয়া যায়নি।

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল ও বিক্রান্ত।

সমালোচকদের ভাষ্য, সিনেমার গল্প দানা বাঁধেনি। অনেক জায়গায় খাপছাড়া মনে হয়েছে কারো কারো কাছে। রজনীকান্তকে মূল চরিত্র না আনার সিদ্ধান্তকেও ‘ভরাডুবির’ অন্যতম কারণ বলে ধরছেন অনেকে।

গেল বছর এই অভিনেতার ২০০ কোটি রূপি বাজেটের ‘জেলার’ সিনেমা বক্স অফিসে সাড়ে ৬০০ কোটির ব্যবসা করে।

এছাড়া রজনীকান্তের আগের সিনেমা ‘আন্নাথে’ও দর্শকরা দারুণ পছন্দ করেছে।

আরও পড়ুন:

Also Read: ক্যারিয়ারের ‘শেষ’ সিনেমার প্রস্তুতিতে রজনীকান্ত

Also Read: ‘মঈদীন ভাই’ হয়ে আসছেন রজনীকান্ত

Also Read: বাহাত্তরে এসে অমিতাভের পথে রজনীকান্ত

Also Read: ‘ফ্রম বাস কন্ডাক্টর টু সুপারম্যান’