পোস্টারের লাল কুর্তা, টুপি ও চোখে সানগ্লাস পরা রজনীকান্তের চরিত্রের নাম মঈদীন ভাই।
Published : 09 May 2023, 11:51 AM
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাতের গল্পে নতুন সিনেমা ‘লাল সালাম’ নিয়ে আসছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত।
এরইমধ্যে সিনেমায় পোস্টারও প্রকাশিত হয়েছে, যা নিয়ে সোশাল মিডিয়ায় ‘থালাইভা’ খ্যাত রজনীকান্তকে নিয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।
এনডিটিভি জানিয়েছে, রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের পরিচালনায় এই সিনেমা দিয়ে অনেকদিন পর পর্দায় দেখা যাবে এই তারকাকে। পোস্টারের লাল কুর্তা, টুপি ও চোখে সানগ্লাস পরা রজনীকান্তের চরিত্রের নাম মঈদীন ভাই।
যদিও ‘লাল সালাম’এ প্রধান চরিত্রটি রজনীকান্তের নয়। কিন্তু তার চরিত্রই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ঐশ্বরিয়া।
লাল সালাম সিনেমার পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, “স্বাগতম, মুম্বাই থেকে ভাই আসছেন।“
কেউ ‘সবার প্রিয় ভাই’ লিখে প্রশংসা করেছেন। অনেকের আবার ‘লুক’ পছন্দ হয়নি। সমালোচনা করে লিখেছেন, ‘এমন ডিজাইনারটি কে? ভালো হয়নি।“
চলতি বছর ‘লাল সালাম’ মুক্তির লক্ষ্য নিয়ে এ সিনেমার কাজ শুরু হয় গত বছর থেকে। বেশিরভাগ শুটিং হয়েছে মুম্বাইয়ে।
৭২ বছর বয়সী রজনীকান্তকে আগামীতে দেখা যাবে ‘জেলার’ সিনেমাতেও। তার শেষ সিনেমা ছিল ‘আন্নাথে’।
পুরনো খবর
বাহাত্তরে এসে অমিতাভের পথে রজনীকান্ত
রজনীকান্ত: বাস কন্ডাক্টর থেকে মহাতারকা
মোদী নেহেরু, রাজিব গান্ধীর মতো ‘ক্যারিশমাটিক’ নেতা: রজনীকান্ত