মোদী নেহেরু, রাজিব গান্ধীর মতো ‘ক্যারিশমাটিক’ নেতা: রজনীকান্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জওহরলাল নেহেরু ও রাজিব গান্ধীর’ মতো ‘ক্যারিশমাটিক নেতা’ বলে মন্তব্য করেছেন মেগাস্টার রাজনীকান্ত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2019, 09:19 AM
Updated : 28 May 2019, 09:19 AM

মোদীর শপথ অনুষ্ঠানে তিনি যোগ দিবেন বলে মঙ্গলবার চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এই চলচ্চিত্র তারকা ও রাজনীতিক, খবর এনডিটিভির। 

রজনীকান্ত ও চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিক হওয়ার কমল হাসান, উভয়কেই মোদীর শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে মোদী দ্বিতীয় মেয়াদের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন। 

সংবাদ সম্মেলনে রাজনীকান্ত বলেছেন, “এই জয় মোদীর জয়। তিনি একজন ক্যারিশমাটিক নেতা। ভারতে নেহেরু ও রাজিব গান্ধীর পর এখন মোদীই ক্যারিশমাটিক নেতা।”

কংগ্রেস দলের সঙ্কট ও এর প্রধান রাহুল গান্ধীর পদ ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “তার (রাহুল) পদত্যাগ করা উচিত হবে না। তিনি এ কাজে সক্ষম তা প্রমাণ করে দেখানো উচিত তার। গণতন্ত্রে বিরোধীদলকেও শক্তিশালী হতে হয়।”

গত সপ্তাহে লোকসভার নির্বাচনের ফলাফল আসা শুরু হলে যখন ইঙ্গিত পাওয়া গেল বিজেপি বড় জয় পেতে যাচ্ছে, রজনীকান্ত এক টুইটে মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন।

গত বছর রাজনীতিতে আসার ঘোষণা দিলেও এখন নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করেননি ৬৮ বছর বয়সী এই মহাতারকা।