মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতে ‘ডানকি’র প্রথম শো দেখানো হবে ৫টা ৫৫ মিনিটে, আর কলকাতায় সকাল সাতটায়।
Published : 20 Dec 2023, 08:45 PM
বলিউডি নায়ক শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় প্রথম শো মাঝরাতে রাখা হলেও নায়কের ‘ডানকি’ দেখানোর জন্য প্রেক্ষাগৃহের দরজা খুলবে ভোর ৬টার আগে।
বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে শাহরুখ হিরানি জুটির প্রথম সিনেমা ‘ডানকি’। আর এর মধ্য দিয়ে চলতি বছরে সিনেমা মুক্তির তালিকায় হ্যাট্রিক করতে চলেছেন শাহরুখ।
আনন্দবাজার বলছে, মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতে ‘ডানকি’র প্রথম শো হবে ৫টা ৫৫ মিনিটে। শহরের আরও অনেক সিনেপ্লেক্স এবং হলেও প্রায় একই সময়ে শুরু হবে ‘ডানকি’র প্রথম শো।
কলকাতায় লেক মার্কেট এলাকার একটি মাল্টিপ্লেক্সে ‘ডানকি’র প্রথম শো সকাল ৭টায় রাখা হয়েছে। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, শীতের কারণে মাঝরাতের বদলে সকালে শোয়ের সময় ঠিক করা হয়েছে। যাতে দর্শকদের কোনো সমস্যা পোহাতে না হয়।
শাহরুখের বেহালা ফ্যান ক্লাবের সভাপতি সূর্যেন্দ্র বাগচী বলেছেন, “আমরা বেহালার একটি হলে সকাল ৬টায় শো চেয়েছিলাম। কিন্তু হল কর্তৃপক্ষ বলছে, শীত বাড়ছে, প্রযোজকদের পক্ষ থেকে পরিবেশকদের বলা হয়েছে, মাঝরাত বা ভোররাত নয়, শীতের কথা বিবেচনায় নিয়ে সকাল বেলায় যেন শোয়ের সময় রাখা হয়।“
‘ডানকিতে’ শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকের দেখা মিলবে। সিনেমার কাজ শুরু হয়েছে গত বছর থেকে।
এই সিনেমাটিকে নিজের ক্যারিয়ারে ‘সেরা কাজ’ বলে বর্ণনা করেছেন শাহরুখ। তার ভাষ্য হল, কাজ তার কম হয়নি, কিন্তু নিজের জন্য কিছুই বানানো হয়নি এতগুলো বছর, এবার সেটা হয়েছে।
“এখন আমি নিজের জন্য একটি সিনেমা দিয়ে বছর শেষ করতে চাই, আর সেটা হল ‘ডানকি’।‘
আরও পড়ুন
‘নিজের জন্য করা’ শাহরুখের প্রথম সিনেমা
যেসব পরিবর্তনে অনাপত্তির সনদ পেল ডানকি
‘ডানকি’র নতুন ‘কাউন্টডাউন’ পোস্টার প্রকাশ
‘ডানকি’ মুক্তির আগে প্রথা মানলেন শাহরুখ
‘ডানকি’র ট্রেইলার: মৃত্যুকে সঙ্গী করে হার্ডির লন্ডনযাত্রার গল্প
সোনু নিগমের কণ্ঠে এল ‘ডানকি’র দ্বিতীয় গান
‘থ্রি ইডিয়টস’-এর চেয়ে শতগুণ ভালো ‘ডানকি’?
‘ডানকি' মজার এবং আবেগের: শাহরুখ