শাহরুখের নিজের বিচারে ‘ডানকি’ হতে চলেছে তার ‘সেরা কাজ’।
Published : 20 Dec 2023, 11:49 AM
প্রেম-অ্যাকশন, কমেডি বা সিরিয়াস ঘরানার নব্বইটির বেশি চলচ্চিত্রে অভিনয় করা শাহরুখ খান যে সিনেমাটি দিয়ে বছর শেষ করতে চলেছেন, সেটা করেছেন কেবলই নিজের জন্য।
এ অভিনেতার ভাষ্য, কাজ তার কম হয়নি, কিন্তু নিজের জন্য কিছুই বানানো হয়নি এতগুলো বছর, এবার সেটা হয়েছে।
“এখন আমি নিজের জন্য একটি সিনেমা দিয়ে বছর শেষ করতে চাই, আর সেটা হল ‘ডানকি’।‘
তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে বহু সিনেমা শাহরুখকে ‘নায়ক’ বানিয়েছে, এনে দিয়েছে তারকা খ্যাতি এবং ‘বাদশাহ’ তকমা; বিচারকদের বিচারে প্রাপ্তির ঝুলি ভরেছে পুরস্কার-সম্মাননায়। কিন্তু শাহরুখের নিজের বিচারে ‘ডানকি’ হতে চলেছে তার ‘সেরা কাজ’।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, মঙ্গলবার দুবাইয়ের গ্লোবাল ভিলেজে ‘ডানকি’র এক প্রচার অনুষ্ঠানে নিজের মনের কথা খুলে বলেন শাহরুখ।
তিনি বলেন, “বছর শুরু হয়েছিল ‘পাঠান’ দিয়ে। সবাই ভালোই বললেন। এরপর এল ‘জওয়ান’, এটি নারী ও তরুণ প্রজন্মের জন্য। এখন আমার নিজের জন্য একটি কাজ করেছি। সেটি আসছে আপনাদের সামনে। ‘ডানকি’ আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে।“
‘ডানকি’ নিয়ে এক কথায় কি বলা যায়? শাহরুখের উত্তর: “হাসি-মজায় পরিবার ও দেশের জন্য খাঁটি ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেওয়া একটি সিনেমা হল ‘ডানকি’। “
EXCLUSIVE ????#ShahRukhKhan Giving Hints On The Story of #Dunki . Full On Deshbhakti Loading ????????
— JAWAN KI SENA (@JawanKiSena) December 17, 2023
Those Who Are Doing RR of Love Story Should Must Listen This.#DunkiAdvanceBookings pic.twitter.com/YXx3HhNBz7
‘ডানকি’কে ‘মর্মস্পর্শী’ সিনেমা হিসেবে বর্ণনা করে শাহরুখ বলেন, “এখানে সবই আছে। প্রেম-অ্যাকশন কিছু বাদ নেই। যা হিরানি তার আগের কাজগুলোতে দেখাননি। আবার এমন কিছু আছে, যা আমার জন্য নতুন অভিজ্ঞতা।“
‘ডানকি’ সিনেমায় শাহরুখ চরিত্রের নাম হার্ডি। এই সিনেমা হার্ডি ও তার চার বন্ধুর কাহিনী তুলে ধরেছে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়।
এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
‘ডানকিতে’ শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকের দেখা মিলবে।
সহশিল্পী ভিকি কৌশলের প্রশংসায় শাহরুখ বলেন, “আমি আর ভিকি কিন্তু দারুণ বন্ধু হয়ে গেছি। আমার যেসব চমৎকার অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাদের মধ্যে ভিকি অন্যতম। আমি নিশ্চিত করে বলতে পারি, ‘ডানকি’তে আপনারা নতুন ভিকিকে দেখবেন, এই তরুণের প্রতি আপনাদের নতুন করে ভালোলাগা কাজ করবে।“
শাহরুখের ভাষায়, তার অন্য সহশিল্পীরাও ছিলেন ‘অসাধারণ’। সবার কাছ থেকেই তিনি নতুন অনেক কিছু শিখেছেন।
“তবে হিরানি অন্য ধাঁচের নির্মাতা। তার সঙ্গে আমাকে মিলিয়ে দিয়ে ঈশ্বর আমার সাধ মিটিয়েছেন।“
‘ডানকি’র দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪১ মিনিট। সিনেমার কাজ শুরু হয়েছে গত বছর থেকে। বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে শাহরুখ-হিরানি জুটির প্রথম সিনেমা ‘ডানকি’। আর এর মধ্য দিয়ে চলতি বছরে সিনেমা মুক্তির তালিকায় হ্যাট্রিক করতে চলেছেন শাহরুখ।
আরো পড়ুন
যেসব পরিবর্তনে অনাপত্তির সনদ পেল ডানকি
‘ডানকি’র নতুন ‘কাউন্টডাউন’ পোস্টার প্রকাশ
‘ডানকি’ মুক্তির আগে প্রথা মানলেন শাহরুখ
‘ডানকি’র ট্রেইলার: মৃত্যুকে সঙ্গী করে হার্ডির লন্ডনযাত্রার গল্প
সোনু নিগমের কণ্ঠে এল ‘ডানকি’র দ্বিতীয় গান
‘থ্রি ইডিয়টস’-এর চেয়ে শতগুণ ভালো ‘ডানকি’?
‘ডানকি' মজার এবং আবেগের: শাহরুখ