শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমাটি বিদেশে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর।
Published : 22 Oct 2023, 09:37 PM
বলিউড সুপারস্টার শাহরুখ খান জানিয়েছিলেন, তার নতুন সিনেমা ‘ডানকি’ মুক্তি পাবে বড়দিনের আগে আগে। এবার জানা গেল সেই তারিখ, সঙ্গে এল সিনেমার নতুন পোস্টার।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমাটি বিদেশে মুক্তি পাচ্ছে ২১ ডিসেম্বর। পরদিন ২২ ডিসেম্বর ‘ডানকি’ ভারতের হলে আসবে।
#Dunki Poster shared by Overseas Distributors. pic.twitter.com/jd00Xxf22m
— Nishit Shaw (@NishitShawHere) October 21, 2023
নির্মাতা রাজকুমার হিরানি ‘ডানকি’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন। সঙ্গে ছিলেন অভিজাত জোশী এবং কণিকা ধিলোন।
জিও স্টুডিও, রাজকুমার হিরানি ফিল্মস আর শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।
‘ডানকি’ দিয়ে প্রথমবারের মত হিরানির সঙ্গে কাজ করছেন শাহরুখ। এখানে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। আরও অভিনয় করছেন সতীশ শাহ, বোমান ইরানি, ভিকি কৌশল।
‘পাঠান’ দিয়ে বছর শুরু করেছিলেন শাহরুখ। বক্স অফিসে এক হাজার কোটি টাকার বেশি আয় করেছিল সিনেমাটি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় শাহরুখের ‘জওয়ান’। ব্যবসায়িক সাফল্যে ‘জওয়ান’ সিনেমা টপকে গেছে ‘পাঠান’সহ এ বছরের সব হিন্দি সিনেমাকে।