নির্মাতা মনীশ শর্মা বলেন, দুই খানের মধ্যে যখন সালমানের সিনেমা আগে আসছে, সেখানে ‘ডানকি’র টিজারে শাহরুখের ‘কেরামতি’ না দেখালেই নয়।
Published : 26 Oct 2023, 08:42 PM
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘দুই খান’ সালমান ও শাহরুখ কিছু একটা ঘটাতে চলেছেন আগামী দুমাসে। আর সেই ঘটনায় একে অপরের সঙ্গে জড়িয়ে আছেন তারা।
কীভাবে? বলিউড হাঙ্গামা বলছে, নভেম্বরের ১২ তারিখে মুক্তি পেতে চলা সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমার সঙ্গে হলে মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার টিজার।
দর্শকরা হলে বসে ‘টাইগার থ্রি’ দেখার আগে দেখবেন ‘ডানকি’তে শাহরুখ খানের নানা ঘটনা।
তবে হলে আসার আগে সোশাল মিডিয়াতেও ‘ডানকি’র টিজার ছাড়বেন নির্মাতা রাজকুমার হিরানী।
‘টাইগার থ্রি’ আর ‘ডানকি’কে একসুতোয় গাঁথার কারণ হিসেবে নির্মাতা মনীশ শর্মা বলছেন, বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্র করেন সালমান। তেমনি ভাইজানের এই সিনেমতেও ‘জবরদস্ত’ রূপে হাজির হবেন শাহরুখ।
তার কথায়, দুই খানের মধ্যে যখন সালমানের সিনেমা আগে আসছে, সেখানে ‘ডানকি’ টিজারে শাহরুখের ‘কেরামতি’ না দেখালেই নয়।
শাহরুখের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ সারা বিশ্বের মুক্তি পাবে বড় দিনের আগে আগে, ২১ ডিসেম্বর। আর ভারতে মুক্তি পাবে পরদিন ২২ ডিসেম্বর।
নির্মাতা রাজকুমার হিরানি ‘ডানকি’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন। সঙ্গে ছিলেন অভিজাত জোশী এবং কণিকা ধিলোন।
জিও স্টুডিও, রাজকুমার হিরানি ফিল্মস আর শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
গত বছর সোশাল মিডিয়ায় একটি ভিডিও দিয়ে ‘ডানকি’র ঘোষণা দিয়েছিলেন শাহরুখ। এই সিনেমা দিয়ে প্রথমবারের মত হিরানির সঙ্গে কাজ করছেন কিং খান।
এখানে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। আরও অভিনয় করছেন সতীশ শাহ, বোমান ইরানি, ভিকি কৌশল।
সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার আসছে তৃতীয় কিস্তি।
'স্পাই ইউনিভার্সের' সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং যশরাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এবারও সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ।
এছাড়া সালমানের সঙ্গে শাহরুখের অ্যাকশন দৃশ্যটি সিনেমার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নির্মাতা মনীশ শর্মা।