প্রথম গান ‘লুট পুট গায়া’ মুক্তির পর শুক্রবার সোশাল মিডিয়ায় ‘ডানকি’ সিনেমার দ্বিতীয় গান প্রকাশ্যে আনলেন শাহরুখ খান। গানটি শেয়ার করে বলিউডের বাদশা ইনস্টাগ্রামে লিখেছেন, আবেগঘন গানটি এই সিনেমায় তার সবচেয়ে প্রিয় ট্র্যাক। জীবনমুখী গান ‘নিকলে থে কভি হাম ঘরসে’ গেয়েছেন সোনু নিগম। প্রীতমের সুরে সাজানো এই গানের কথা লিখেছেন জাভেদ আখতার। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা ‘ডানকি’তে পাঞ্জাবের তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার প্রবণতাকে তুলে ধরা হয়েছে। বাদশার সঙ্গে এই সফরে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল। বিশেষ চরিত্রে রয়েছেন বোমান ইরানি। শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট, রাজ কুমার হিরানি ফিল্মস এবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি এই সিনেমা মুক্তি পাবে ২২ ডিসেম্বর।
Published : 01 Dec 2023, 07:36 PM