পরিচালক হিরানির সঙ্গে 'ডানকি' সিনেমায় প্রথমবারের মতো কাজ করেছেন ‘বলিউড বাদশা’।
Published : 07 Nov 2023, 03:57 PM
এ বছর শাহরুখ খানের তৃতীয় সিনেমা 'ডানকি'র গল্প কেমন, কী নিয়ে, নায়কের ভূমিকা কেমন- এর কোনো কিছু নিয়ে এক বিন্দু ইঙ্গিত-আভাস মেলেনি। নির্মাতা রাজকুমার হিরানি তার সিনেমা মুক্তির আগে কাহিনী ফাঁস করতে রাজি নন। কিন্তু ভক্তদের কৌতুহলের চাপে শাহরুখ বলেই দিলেন সিনেমার ধরন কেমন।
বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শাহরুখ। সেখানে ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্ন আর প্রসঙ্গ এসে শেষ হচ্ছিল 'ডানকি' সিনেমা নিয়ে। কবে আসছে 'ডানকি'? টিজার আসবে কবে? শাহরুখ কি হিরানীর সিনেমাতেও অ্যাকশন করবেন? একের পর এক প্রশ্ন চলছিল।
শেষমেশ শাহরুখ বলেন, "ডানকি মজার এবং আবেগের জমজমাট প্যাকেজ।”
শাহরুখ যেই না এতটুকু বলেছেন, ওমনি এক্সে হাজির হন হিরানি।
তিনি তার নায়ককে বলেন, "আপনি এখানে আর কতক্ষণ থাকবেন? চলুন চলুন, আপনাকে ডানকির ট্রেইলার দেখাব।"
হিরানির এ কথায় শাহরুখ বিদায় নিয়ে গায়েব হয়ে গেলেন।
পরিচালক হিরানির সঙ্গে 'ডানকি' সিনেমায় প্রথমবারের মতো কাজ করেছেন ‘বলিউড বাদশা’।
কদিন আগে শাহরুখ বলেন, "২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে 'পাঠান' এনেছি। জন্মাষ্টমীতে মুক্তি পেয়েছে 'জওয়ান'। এখন ক্রিসমাস বা নতুন বছরের কাছাকাছি সময়ে 'ডানকি' মুক্তি দেব। আমি জাতীয় সংহতি বজায় রাখি। যাই হোক, যখন আমার সিনেমা মুক্তি পায়, তখনই আমার ঈদ।"
এদিকে 'ডানকির' শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজও শেষ হয়েছে। শাহরুখের ভাষ্য, ঈশ্বর সদয় ছিলেন বলে 'পাঠান' ও 'জওয়ান' নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছেন তিনি। এখন অপেক্ষা 'ডানকি'র। সংবাদসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)