হাসি-মজা থেকে সিরিয়াস গল্প আর অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ের ঝলক তুলে প্রকাশ হয়েছে শাহরুক খানের বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’র ট্রেইলার। এ সিনেমা শাহরুখ চরিত্রের হার্ডি ও তার চার বন্ধুর কাহিনী। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ। এর আগে এ সিনেমার টিজার এবং দুটি গান প্রকাশ হয়েছে। সিনেমার ট্রেইলারে দেখা মিলেছে শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও আনেকের। রাজকুমার হিরানির পরিচালায় ‘ডানকি’ মুক্তি পাচ্ছে চলতি মাসের ২২ তারিখ।
Published : 05 Dec 2023, 06:20 PM